আইপিএলের প্রস্তুতি শুরু মহেন্দ্র সিং ধোনির, সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হৈচৈ

MS Dhoni
MS Dhoni. ( Image Source: CSK )

হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এরপরই ভারতের মাটিতে শুরু হতে চলেছে আইপিএল। গতবার কলকে চমকে দিয়ে ফের আইপিএলের ট্রফি হাতে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। গুঞ্জন চললেও অবশ্য অবসর নেননি তিনি। এবারও তাঁর হাত ধরেই আইপিএলের মঞ্চে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। এই মরসুমটাই তাঁর শেষ মরসুম হয় কিনা সেটতো সময়ই বলবে। তবে এমএস ধোনি কিন্তু আইপিএলের আগে সময় নষ্ট করতে একেবারেই নারাজ। চেন্নাই সুপার কিংসের নেটে চিপকে প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসা মাত্রই ভাইরাল।

গত বৃহস্পতিবার থেকে চেন্নাই সুপার কিংসের নেটে নেমে পড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে খুব একটা বেশী সময় নিল না। চিপকেও ক্যাপ্টেন কুলের প্রস্তুতি দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ধোনি ভক্ত। গতবার এমএস ধোনির নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। ধোনি যদিও বড় রান করতে পারেননি। কিন্তু তাঁর ফিনিশিং স্টাইল এখনও সকলের চোখে লেগে রয়েছে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের তকমাও রয়েছে এমএস ধোনির গায়েই।

এমএস ধোনির নেতৃত্বেই ২০২৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস

এমএস ধোনির প্রস্তুতি দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্ররা। এচাড়াও অন্যান্য ধোনি ভক্তদের ভিড়ও ছিল দেখার মতো। শোনাযাচ্ছে আইপিএলের মঞ্চে ধোনির নেতৃ্ত্বে এবারই শেষবার চেন্নাই সুপার কিংসকে দেখা যাবে। যদিও ক্যাপ্টেন কুল এখনও পর্যন্ত সেই বিষয়ে সেভাবে কিছু জানাননি। কিন্তু ধোনিকে নিয়ে জল্পনা ক্রমশই বেড়ে চলেছে। চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচবার আইপিএল জিতে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড স্পর্ষ করেছেন মহেন্দ্র সিং ধোনি। এবারও তারা প্লেঅফের দড়জা খুলতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সর্বোচ্চবার ফাইনালের মঞ্চে পৌঁচেছে চেন্নাই সুপার কিংস। প্লেঅফেও তারাই গিয়েছে সর্বোচ্চবার। এম ধোনিরও কম প্রাপ্তি নেই এই লিগে। অধিনায়ক হিসাবে যেমন একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। তেমনই ক্রিকেটার হিসাবেও ধোনির ঝুলিতে রয়েছে বহু নজির।

এবারের আইপিএলের মঞ্চে নামলেই কেরিয়ারের ২৫০ তম ম্যাচ খেলার নজির গড়বেন তিনি। সেইসঙ্গে এমএস ধোনির ঝুলিতে আইপিএলের বাইশগজে রয়েছে ৫০৮২ রান। এছাড়া তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১৩৫.৯৬। ধোনির নেতৃত্বে এবারও চেন্নাই সুপার কিংস সাফল্য পায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।