টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ ভারতের মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনির পারশ্রমিকের পরিমাণ প্রকাশিত

বিরাট, রোহিত ও শাস্ত্রীর সাথে আলোচনার পর মেন্টর হিসেবে নিযুক্ত ধোনি

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ ঘরে তুলতে চাইছে ভারতীয় দল। তাঁর দলের মেন্টর হওয়া নিয়েও বিতর্ক হলেও তা এখন আলোচনার বাইরে। এবার জাতীয় দলে ধোনির অন্তর্ভুক্তি নিয়ে মুখ খুলল বিসিসিআই।

প্রধান চিন্তা হার্দিক পান্ডিয়া

ধোনির মেন্টর হওয়া প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ সংবাদসংস্থাকে বলেন, “মহেন্দ্র সিং ধোনি টি-২০ বিশ্বকাপে মেন্টর হিসেবে জাতীয় দলকে পরিষেবা দেওয়ার জন্য কোনও পারিশ্রমিক নিচ্ছেন না।” গত মাসে বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে বিসিসিআই সঙ্গে দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনির নামও ঘোষণা করা হয়। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলে ধোনিকে মেন্টর হিসেবে নেওয়া হয়েছে।

সামনে বিশ্বকাপ হলেও টিম ম্যানেজমেন্টের প্রধান চিন্তা এখনও হার্দিক পান্ডিয়ার ফিটনেস। তিনি ব্যাটারের ভূমিকা পালন করতে প্রস্তুত, কিন্তু বোলিংয়ের ঝুঁকি তিনি নিতে চাইছেন না। যা কিছুটা ভাবাচ্ছে বোর্ডকে। ভেঙ্কটেশ আইয়ারকে বায়ো বাবলে থাকতে বলা হয়েছে।

তবে বোর্ড সূত্রে খবর, বরুণ চক্রবর্তীর চোট নিয়ে অতটা চিন্তিত নয় বোর্ড। কারণ, ম্যাচে বরুণকে বল করতে হবে মাত্র ৪ ওভার। যেটা অতটা সমস্যা হবে না। কারণ কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল করছেন বরুণ। কিন্তু হার্দিক পান্ডিয়া যেহেতু অলরাউন্ডার হিসেবে দলে যোগ দিয়েছে তাই তাঁর বোলিং নিয়ে বেশি ভাবতেই হচ্ছে বোর্ডকে। হার্দিক যদি বল না করে তাহলে একজন পেসারের অভাবে ভুগবে দল।

বোর্ডের এক কর্তা বলেন, ‘অধিনায়ক হিসেবে বরুণের ফিটনেস নিয়ে বিরাটকে কিছু মিথ্যা বলতে হতে পারে। কিন্তু, বরুণ একজন ম্যাচ উইনার, ফলে ওকে নিয়ে কোনো সন্দেহ থাকবে না। বরুণের চার ওভার ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সবথেকে বড় চিন্তা হার্দিক পান্ডিয়া। ও ব্যাট-বল দুটোই করতে পারে বলে বাকিদের থেকে আলাদা। কিন্তু ও বল না করলে দলের ভারসাম্য ঠিক থাকবে না। ফলে নতুন করে ভাবতে হবে।” 

দলে পরিবর্তন করতে ১৬ অক্টোবর পর্যন্ত সময় আছে বোর্ডের হাতে। ইতিমধ্যেই আইপিএলের পারফরমেন্সের উপর ভিত্তি করে আবেশ খান, হর্ষল প্যাটেল, ভেঙ্কটেশ আইয়ার ও উমরান মালিককে জাতীয় দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ২৪শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বিরাট ব্রিগেড।