প্লে অফে কি দ্রে রাস মাঠে নামবেন? জবাব দিলেন মর্গ্যান

Andre Russell. (Photo Source: IPL/BCCI)

আন্দ্রে রাসেল যেদিন খেলেন সেই দিনই বিপক্ষ জাস্ট উড়ে যায়। এতদিন সেই ঘটনা বারবার ঘটেছে। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধ ম্যাচে চোট পাট দ্রে রাস। তারপর গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ খেলতে পারেননি। তবে নাইট শিবিরে স্বস্তির খবর, রাসেল অনুশীলন করছেন এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। তবে রাজস্থানকে উড়িয়ে দেওয়ার পর কেকেআর -এর যখন প্লে অফে ওঠা কার্যত নিশ্চিত, তখন প্লে অফের ম্যাচে রাসেল কি খেলতে পারবেন ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
Advertisement

আর এ বিষয়ে বৃহস্পতিবার ম্যাচ শেষে কলকাতা নাইট রাইডার্সলের অধিনায়ক ইয়ন মর্গ্যান জানিয়েছেন, “প্রতিদিন ওর সুস্থ হওয়ার দিকে নজর রাখছি। আমি আশাবাদী, রাসেল দ্রুত পুরো ফিট হয়ে উঠবে। রাসেল কত বড় ম্যাচ উইনার সেই প্রমাণ ও আগেই দিয়েছে। গত বছর ওর প্রায় আড়াই ইঞ্চির হ্যামস্ট্রিং টিয়ার হয়েছিল। তবুও ফিরে আসার জন্য ও কঠোর পরিশ্রম করেছিল। তাই আমরাও অপেক্ষায় আছি।”

প্রসঙ্গত, রোহিত শর্মারা কীভাবে প্লে অফে উঠতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক – আজকের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে জিততে হবে রোহিতদের। তবে শুক্রবার মুম্বই যদি আগে বল করে, তা হলে তাদের পক্ষে প্লে-অফে যাওয়া সম্ভব নয়। হায়দরাবাদ যে লক্ষ্যই রাখুক মুম্বইয়ের সামনে, সেই রান বলে তুলে দিলেও প্লে অফে উঠতে পারবেন না রোহিতরা। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে মুম্বই। নেট রান রেট -০.০৪৮। অন্য দিকে কলকাতা রয়েছে চতুর্থ স্থানে। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪। নেট রান রেট ০.৫৮৭। গত বারের চ্যাম্পিয়নদের পক্ষে এতটা রাস্তা পার করা বেশ কঠিন, তবে অসম্ভব নয়। প্রথমে ব্যাট করে বিশাল রান তুলে তাড়াতাড়ি হায়দরাবাদকে অল আউট করাই এক মাত্র লক্ষ্য হবে রোহিতদের।