বিরাট কোহলির সঙ্গে মহম্মদ সিরাজও সিরিজের সেরার পুরষ্কারের দাবীদার, মত গৌতম গম্ভীরের

Rohit Sharma and Mohammed Siraj
Rohit Sharma and Mohammed Siraj. (Image Source: BCCI)

নতুন বছরে শুরুটা বেশ ভালভাবেই করেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সিরাজ। যদিও জোড়া সেঞ্চুরী করার জন্য  সিরিজের সেরার পুরষ্কার উঠেছে বিরাট কোহলির কাঁধে।আর সেই সিদ্ধান্ত নিয়েই খানিকটা অসন্তুষ্ট প্রাক্তন ভারতী. ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে বিরাট কোহলির সঙ্গে সিরিজের সেরার পুরষ্কার মহম্মদ সিরাজকেও দেওয়া উচিত্ ছিল।

সদ্য শেষ হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ। সেখানেই তিন ম্যাচেই ভারকতীয় দলের হয়ে দুরন্ত পারপর্মযান্স দেখিয়েছিলেন এই ভারতীয় তারকা পেসার মহম্মদ সিরাজ। গোটা সিরিজে তিনি একাই পেয়েছেন ৯টি উইকেট। শেষ ম্যাচে মহম্নিদ সিরাজ একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। যদিও ম্যাচ শেষে সিরিজের সেরার পুরষ্কার এবং ম্যাচের সেরাও হয়েছেন বিরাট কোহলিই। চলতি সিরিজে জোড়া সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি। সেটাই মেনে নিতে পারছেন না মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ৯ উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ

জসপ্রীত বুমররার অনুপস্তিতিতে ভারতীয় বোলিং লাইন আপের নেতৃ্বের দায়িত্ব ছিল েই মহম্মদ সিরাজের ওপর। প্রতি ম্যাচেই অসাধারণ বোলিং করেছেন তিনি। তবে শেষ ম্যাচে মহম্মদ সিরাজের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি  শ্রীলঙ্কার ব্যাটাররা। একাই কার্যত শেষ করে দিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ। সেইসঙ্গে গোটা সিরিজে মহম্মদ সিরাজের শিকার ৯ উইকেট। এরপরই বিরাট কোহলির সঙ্গে তাঁকেও সিরিজের সেরার পুরষ্কার দেওয়ার বার্তা গৌতম গম্ভীরের।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “বিরাট কোহলির সঙ্গে এই পুরষ্কারের দাবীদার তিনিও ছিলেন। বিরাট কোহলির সঙ্গে মহম্মদ সিরাজকে যুগ্মভাবে  সিরকিজের সেরা করা উচিত্ ছিল। এই গোটা সিরিজে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এবং এমন ব্যাটিং উইকেটেও মহম্মদ সিরাজের স্পিন ছিল দুর্ধর্ষ। আমি অবশ্য এটাও জানি যে সকলেই ব্যাটারদেরই সিরিজের সেরার পুরষ্কার দেওয়ার জন্য এগিয়ে রাখে। কিন্তু মহম্মদ সিরাজ এখানে একেবারেই ব্যাতিক্রমী ছিলেন”।

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৯০ রান করেছিল ভারতীয় দল। সেখানেই শ্রীলঙ্কাকে মাত্র ৭৩ রানে শেষ করে দিয়েছিল ভারতীয় দল। আর সেই কাজটাই নিখুঁতবাবে করেছিলেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার টপ অর্ডারকে একাই কার্যত শেষ করে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। মাত্র ৩২ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন তিনি। প্রথম দুই ম্যাচ মিলিয়ে তিনি তুলে নিয়েছিলেন আরও পাঁচ উইকেট। সেজন্যই তাঁকেও সিরিজের সেরার পুরষ্কার দেওয়ার দাবী জানিয়েছেন গৌতম গম্ভীর।