গোড়ালীর চোটের কারণে আইপিএলের মঞ্চেও নেই মহম্মদ সামি

Mohammed Shami
Mohammed Shami. ( Image Source: ipl/bcci )

জল্পনাটা চলছিলই, শেষপর্যন্ত সেটাই সত্যি হল। আইপিএলের মঞ্চেও নেই ভারতীয় দলের তারকা বোলার মহম্মদ সামি। গোড়ালীর চোট সারিয়ে এখনও পর্যন্ত পুরপুরি সেরে উঠতে পারেননি তিনি। সেই কারণেই এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। যদিও তাঁর জায়গায় এখনও পর্যন্ত কোনও নতুন পেসারের নাম ঘোষণা করা হয়নি গুজরাত টাইটান্সের তরফে। একইসঙ্গে রাজস্থান রয়্যালস শিবিরেও আইপিএল সুরু হও.ার আগে বড়সড় ধাক্কা লেগেছে। এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণাও। চোট রয়েছে তাঁরও।

গুজরাত টাইটান্সের হয়ে গতবার দুরন্ত বোলিং পারফরম্যান্স করেছিলেন মহম্মদ সামি। এবারও যে তারা সামির বোলিংয়ের ওপর অনেকটা নির্ভরশীল ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে হার্দিক পান্ডিয়াও নেই। মহম্মদ সামির অভিজ্ঞতাও গুজরাত টাইটান্সকে অনেক সাহায্য করত। কিন্তু ভারতীয় দলের এই তারকা পেসারের গোড়ালীর চোটটাই শেষ করে দিল সমস্ত হিসাব নিকাশ। শেষপর্যন্ত কোন পেসারকে মহম্মদ সামির পরিবর্তে গুজরাত টাইটান্স শিবিরে দেখা যায় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি

শেষবার ওডিআই বিশ্বকাপের মঞ্চেই দেখা গিয়েছে মহম্মদ সামিকে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত চ্যাম্পিয়ন হতে না পারলেও, মহম্মদ সামি কিন্তু সকলের মন জিতে নিয়েছিলেন। মাত্র ছয় ম্যাচ খেলেই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই সামিকে নিয়ে প্রত্যাশার পারদও চড়তে শুরু করেছিল। যদতিও এরপর থেকেই আর মাঠে নামতে পারেননি তিনি। গোড়ালীতে চোটের কারণেই আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। এই বছরের ২৬ ফেব্রুয়ারী মহম্মদ সামির গোড়ালীতে অস্ত্রোপচারও হয়েছে।

সম্পূর্ণ সেরে উঠতে এখনও কয়েকটা দিন সময় লাগবে এই তারকা ক্রিকেটারের। মঙ্গলবারই বিসিসিআইয়ের তরফে মহম্মদ সামি ও প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, “এই মুহূর্তে বিসিসিআইয়ের মে়ডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন মহম্মদ সামি। সেই কারণেই এবারের আইপিএলে খেলতে পারবেন না তিনি। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণাও রয়েছেন পর্যবেক্ষণে। কয়েকদিনের মধ্যেই রিহ্যাব শুরু হবে তাঁর। তিনি এবারের আইপিএলে খেলতে পারবেন না”।

হার্দিক পান্ডিয়া নেই। গুজরাত টাইটান্সের নেতৃত্বের দায়িত্ব এবার তরুণ ক্রিকেটার শুভমন গিলের ওপর। এবার মহম্মদ সামিও খেলতে পারবেননা আইপিএলে। আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ার আগেই যে গুজরাত টাইটান্স শিবিরে চিন্তাটা খানিকটা বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।