চেতেশ্বর পূজারাকে আউট করে তাঁর সঙ্গেই সেলিব্রেশন মহম্মদ সামির

Mohammed Shami. (Photo by CHRISTIAAN KOTZE/AFP via Getty Images)

আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টে নামবে ভারত। তার আগে নিজেদের পারফরম্যান্স ভালভাবে দেখে নেওয়ার জন্য লেস্টারশায়ারের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে নেমেছে ভারত। সেখানেই লেস্টারশায়ার শিবিরে রয়েছেন ভারতীয় দলেরই চার ক্রিকেটার। জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থরা খেলছেন লেস্টারশায়ারের হয়ে। সেই প্রস্তুতি ম্যাচেই চেতেশ্বর পূজারাকে আউট করে মহম্মদ সামির সেলিব্রেশন। আর তা দেখেই হৈচৈ সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
Advertisement

গতকাল জসপ্রীত বুমরার বোলিংয়ের সামনে নাজেহাল হয়েছিলেন রোহিত শর্মার। সেই ছবি কয়েক মুহূর্তের মধ্যেই সোশ্যাস মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। শুক্রবার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন। সেদিনও ফের একবার সেই একইরকম ছবি। শুধু পার্থক্যটা দুটো চরিত্রের মধ্যে। লেস্টারশায়ারের হয়ে এদিন ব্যাটিং করতে নেমেছিলেন চেতেশ্বর পূজারা। সকলের চোখ তাঁর দিকেই ছিল এদিন। কারণ ফের ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। কিন্তু সেই চেতেশ্বর পূজারা এদিন শূন্য রানেই সাজঘরে ফেরেন।

গতকাল বিরাট কোহলিকে আউট করার পর মাঠে উচ্ছ্বাসে মেতেছিলেন জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থরা। এদিন চেকেশ্বর পুজারাকে আউট করে তাঁর সঙ্গেই উচ্ছ্বাসে ভাসলেন মহম্মদ সামি। চেকেশ্বর পূজারা মহম্মদ সামর বলে ক্যাচ আউট হন শূন্য রানে। তাঁকে আউট করার পরই চেতেশ্বর পূজারাকে জরিয়ে ধরে সেলিব্রেশনে মাতেন মহম্মদ সামি। আর সেই ছবি দেখেই সোশ্যাল সাইট জুড়ে রীতিমত হৈচৈ।

কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে এবার দ্বিশতরান রয়েছে

পূজারাকে আউট করে মাঠেই তাঁকে জরিয়ে ধরেন মহম্মদ সামি। মাঠে পজারাও বেশ স্পোর্টসম্যান স্পিরিটেরই পরিচয় দিয়েছেন। তিনি সামির সঙ্গে হাসি মুখেই মাঠ ছাড়েন। কিন্তু সেইসঙ্গে বেশকিছু প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে। সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপর্ণ ম্যাচ। সেখানেই চেতেশ্বর পূজারাকে ফের ভারতীয় দলে ফেরানো হয়েছে।

টানা ব্যর্থ হওয়ার পর থেকেই পূজারাকে নিয়ে নানান সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন চেতেশ্বর পূজারা। তিনটি টেস্টে মাত্র একটি অর্ধশতরান পেয়েছিলেন তিনি। এরপরই শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়েছিলেন পূজারা। যদিও ইংল্যান্ড টেস্টে ফের তাঁকে ফেরানো হয়েছে।

কাউন্টি ক্রিকেটে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। সাসেক্সের হয়ে একটি দ্বিশতরানও রয়েছে তাঁর। কিন্তু প্রস্তুতি ম্যাচে কিন্তু শূন্য রানেই ফিরতে হয়েছে তাঁকে। আর তাতে খানিকটা হলেও চিন্তা বাড়ছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের।