অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিংয়ের সমালোচনায় মহম্মদ আজহারউদ্দিন

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo by Alex Davidson/Getty Images)

কমনওয়েলথ গেমসে সোনা জয়ের স্বপ্ন থাকলেও, সেই অস্ট্রেলিয়া কাঁটাতেই বিধ্ব হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবারের কমনওয়েলথে মাত্র দুটো ম্যাচ হেরেছে ভারত। আর দুটোতেই ভারতের বিরুদ্ধে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।  ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে নেমেছিল ভারত। হরমনপ্রীত কৌরের হাত ধরে লড়াইটা শুরুও হয়েছিল ভালভাবে। একসময় মনে হচ্ছিল হয়ত ম্যাচ ভারতেরই দখলে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়া। আর তা দেখেই বেশ ক্ষুব্ধ মহম্মদ আজহারউদ্দিন। ভারতের খারাপ ব্যাটিংকেই দায়ী করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৯ রানে হেরে কমনওয়েলথ গেমসের মঞ্চে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের। ম্যাচ হারের পর ভারতের ব্যাটিং পারফরম্যান্স নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে শেষের দিকে যেভাবে ভারতীয় দল ব্যাটিং করেছে, সেইজন্যই এই ম্যাচ হারতে হয়েছে তাদের। নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার কাছে ফাইনালের মঞ্চে ৯ রানে হেরে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল

ফাইনালের মঞ্চে ভারতীয় দলের লক্ষ্য ছিল ১৬২ রান। শুরুতে উইকেট খোয়ালেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে দলের হাল ধরেনন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ফাইনালের মঞ্চে অর্ধশতরানও করেন হরমনপ্রীত। কিন্তু তিনি মাঠ চাড়তেই যেন ফের ম্যাচের রঙ বদলাতে থাকে। যদিও ম্যাচের রাশ কিন্তু তখনও পর্যন্ত পুরোপুরি হাতের বাইরে যায়নি ভারতীয় দলের। শেষ ওভারে জিততে ভারতের প্রয়োজন চিল ১১ রান। সেখানেই দ্রত উইকেট খোয়াতে হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। সেটাই অসন্তুষ্ট করেছে মহম্মদ আজহারউদ্দিনকে।

ভারতের হারের পরই ব্যাটিং পারফরম্যান্স নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তিনি টুইট করে লিখেছেন, “বিশ্রী ব্যাটিং পারফরম্যান্স। তাদের মধ্যে যথেষ্ট সাধারণ বুদ্ধির অভাব রয়েছে। নিজেদের জেতা ম্যাচ অস্ট্রেলিয়ার হাতে তুলে দিয়েছে ভারতীয় দল”।

এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও ফাইনালের মঞ্চেই জিততে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। কমনওয়েলথ গেমসের ফাইনালের মঞ্চেই সেই পরিসংখ্যানটা বদলাতে চেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু শেষপর্যন্ত আর তা করতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে যেতেই হয়েছে ভারতীয় দলকে। সেখানেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটিং দেখে অসন্তুষ্ট হয়েছেন আজহার।

ম্যাচ শেষের পর সোশ্যাল সাইটেই তাদের সমালোচনায় মুখর হয়েছেন তিনি। বিশেষ দলের ভারতী মহিলা ক্রিকেট দলের ব্যাটিংটাই মেনে নিতে পারছেন না মহম্মদ আজহারউদ্দিন।