বিপিএলে ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টা আগে বিশেষ হেলিকপ্টারে মহম্মদ রিজওয়ান

Mohammad Rizwan
Mohammad Rizwan. ( Image Source: twitter )

ম্যাচের এক ঘন্টা আগে বিশেষ হেলিকপ্টারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মহম্মদ রিজওয়ান। শুনতে অবিশ্বাস্য লাগলেও, শনিবার সকালেই এই ঘটনাই সকলকে হতবাক করে দিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরের সদস্য পাকিস্তানের েই তারকা ক্রিকেটার। শুক্রবারই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ শেষ হয়েছে পাকিস্তানের। পরের দিনই বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্য়াচ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। দলের তারকা ক্রিকেটারকে আনতে বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থাই করে ফেলল কুমিল্লা ভিক্টোেরিয়ান্স। ম্যাচ শুরুর এক ঘন্টা আগে বাংলাদেশ পৌঁছলেন মহম্মদ রিজওয়ান।

আর এই খবরই শনিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ ফেলে দিয়েছে। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিল পাকিস্তান। যদিও সেই সিরিজে জিততে পারেনি তারা। নিউ জিলিযান্ডের কাছে ১-২-এ সিরিজ হেরে গিয়েছে পাকিস্তান। শুক্রবারই শেষ হয়েছে সিরিজ। দলের তারকা ক্রিকেটারকে নিয়ে এতটুকুও দেরী করতে চাননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্তরা। শনিবার সকালেই এই তারকা ক্রিকেটারকে বিশেষ হেলিকপ্টারে করে ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টা আগেই নিয়ে আসা হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৮ পানই করতে পেরেছেন মহম্মদ রিজওয়ান

যদিও মহম্মদ রিজওয়ানের উপস্তিতিতে ম্যাচের রং খুব একটা বদলায়নি। ফরচুন বরিশালের কাছে হারতেই হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। সেই ম্যাচে মাত্র ১৮ রানই করতে পেরেছিলেন পাকিস্তান ক্রিকেটের েই তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। ফরচুন বরিশালের কাছে ১২ রানেই ম্যাচ হেরে গিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে মহম্নদ রিজওয়ানকে নিয়ে আসার ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারলেও, অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ রিজওয়ান। সিরিজে অবশ্য ১-২-এ হেরেছে পাকিস্তান। সেখানেই গোটা সিরিজে মহম্মদ রিজওয়ানের ব্যাটে দেখা গিয়েছে জোড়া অর্ধশতরান। প্রথম ম্যাচেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৭৭ পানে অপরাজিত ছিলেন মহম্মদ রিজওয়ান। সেইসঙ্গে গোটা সিরিজে মহম্মদ রিজওয়ানের রয়েছে এবার ১৮২ রান। আর এই কারণেই হয়ত এমন তারকা ক্রিকেটারকে নিয়ে আসতে বিশেষ দেরী করতে চায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শেষ ম্যাচেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জোরদার লড়াইটা করেছিল পাকিস্তান। সেখানে ফাখর সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন। শেষপর্যন্ত ব্যাটিং করে ৭৭ রানে অপরাজিত ছিলেন মহম্মদ রিজওয়ানও। তাদের ওপর ভর করেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৮০ রান করেছিল পাকিস্তান। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছিল নিউ জিল্যান্ড। সেইসঙ্গে সিরিজও জিতে নিয়েছে তারা।