ইংল্যান্ড ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড মোঈন আলির

Moeen-Ali
Moeen-Ali. ( image source: Twitter )

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই চিল ইংল্যান্ডের। আর সেখানেই এক নতুন রেকর্ডের মালিক তারকা ব্রিটিশ ক্রিকেটার মোঈন আলি। ইংল্যান্ড ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরান করার রকর্ড গড়লেন মোঈন আলি। আর সেইসঙ্গেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক বিরাট রানও গড়ে তোলে ইংল্যান্ড।  টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছেন ব্রিটিশ ক্রিকেটাররা। তবে নজর কেড়েছেন মোঈন আলিই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ২৩৪ রানের বিরাট রান তোলে ইংল্যান্ড। সেই ম্যাচে যদিও একা মোঈন আলির পারফরম্যান্স নয়, দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন জনি বেয়ারস্টোও। কিন্তু রেকর্ডের খাতায় নাম তুলেছেন মোঈন আলি। একেই ভেঙে দিয়েছঠিলেন লিভিংস্টোন, ইয়ন মর্গ্যানদের রেকর্ড। ১৬ বলে ৫০ রান করে ব্রিটিশ ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরী করার রেকর্ড গড়েছেন মোঈন আলি। আর তা দেখেই আপ্লুত  সকলে।

লিয়াম লিভিংস্টোনের রেকর্ড ভাঙলেন তারকা ক্রিকেটার মোঈন আলি

২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৭ বলে অর্ধশতরান করে রেকর্ড গড়েছিলেন লিয়াম লিভিংস্টোন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে দেন মোঈন আলি। ভারতের বিরুদ্ধে একটা একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ব্রিটিশ বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ছিল ইংল্যান্ড। সেখানে শুরুটা করেন জনি বেয়ারস্টো এবং শেষটা করেন মোঈন আলি। মাচ্র ১৬ বলে খেলেই অর্ধশতরান করে নতুন রেকর্ডের মালিক হয়ে যান তিনি। সেইসঙ্গে প্রথম টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও দেয় ইংল্যান্ড।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার স্ট্যান্ডবাই অধিনায়ক ডেভিড মিলার। শুরুতে জেসন রয়, বাটলাররা সেভাবে সাফল্য না পেলেও, জনি বেয়ারস্টো মাঠে আসার পর থেকেই শুরু হয়ে যায় রানের ঝড়। ৫৩ বলে ৯০ রানের ঝোরো ইনিংস খেলেন তিনি। যদিও ম্যাচের ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। এরপরই মাঠে আসেন মোঈন আলি। আর সেখানেই শুরু হয় রানের ঝড়। প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে শুরু হয় তাঁর রানের ঝড়। আর তাতেই যেন খরকুটোর মতো উড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

১৬ বলে অর্ধশতরান করেন মোঈন আলি। যদিও শেষপর্যন্ত  ক্রিজে থাকতে পারেননি তিনি। ৫২ রানেই থামতে হয় এই তারকা ক্রিকেটারকে। কিন্তু তাঁর বিদ্বংসী ইনিংস জুড়ে রয়েছে ৬টি ওভার বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি। তাতেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ভবিষ্যত্। দক্ষিণ আফ্রিকা অবশ্য লড়াই দেওয়ার চেষ্টাটা চালিয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। ১৯৩ রানেই থামতে হয় তাদের। ৪১ রানে প্রথম টি টোয়েন্টি জিতে নেয় ইংল্যান্ড।