হরমনপ্রীত কৌরের আচরণ নিয়ে সমালোচনায় সরব মিতালী রাজ

Mithali Raj
Mithali Raj. (Photo by Ashley Allen – ECB/ECB via Getty Images)

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মঞ্চে অন্যতম চর্চিত বিষয় হলেন হরমনপ্রীত কৌর। তঁকে নিয়ে শুরু হয়েছেসমালোচনার ঝড়। বাংলাদেশের বিরুদ্ধে একদিনেরক সিরিজ ড্র হওয়ার পর মাঠে তাঁর ব্যবহার সকলকেই বেশ ক্ষুব্ধ করে তুলেছে। এবার হরমনপ্রীত কৌরের সেই ব্যাবহার নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজ। হরমনপ্রীত কৌরের বিরুদ্ধে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে যে খারাপ আচরণের অভিযোগ উঠেছে তা নিয়ে একেবারেই খুশি নন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ। তাঁর মতে এমন ঘটনা খুবই অসম্মানজনক।

মিতালী রাজদের অবসর গ্রহমনের পর থছেকেই ভারতীয় মহিলা ক্রিকরেটদলের ব্যাটন এখন হরমনপ্রীত কৌরের হাতে। কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারতীয় নমহিলা ক্রিকেটদল বনাম বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ। বাংলাদেশ মহিলা ক্রিকেটর দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানে টি টোয়েন্টি সিরিজ ডিতলেও শেষপর্যন্ত ওডিআই সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। শেষ ম্যাচ টাই হয়েছিল বাংলাদেশের সঙ্গে। আর সেই ম্যাচেই যত সমস্যা দেখা গিয়েছিল।

খারাপ আআচরণের জন্য হরমনপ্রীত কৌরকে দুই ম্যাচ নির্বাসিত করেছে আইসিসি

সেই ম্যাচে নিজের আউটহওয়ার পরই মাঠে খারাপ আচরণ করেছিলেন হরনপ্রীত কৌর। মেজাজ হারিয়ে উইকেটে ব্যাট দিয়ে ধাক্কা মেরেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলে হরমনপ্রীত কৌর। সময় যত এগিয়েছিল ততই পরিস্থিতি জটিল হতে শুরু করেছিল। ম্যাচ শেষ হওয়ার পর তো পুরষ্কার বিতরণী মঞ্চেই সরাসরি আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেচিলেন হরমনপ্রীত কৌর। এমন কী মন্যাচ শেষে ফটোসেশনের সময়ও বাংলাদেশ মহিলা ক্রিকেটের উদ্দেশ্যে নানান কটুক্তি করেছিলেন হরমনপ্রীত কৌর। যার ফলে ফটোসেশনেরপ স,ময়ই মাঠ থেড়ে বেড়িয়ে গিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

হরমনপ্রীত কৌরের সেই আচরণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। এবার সেই তালিকায় নাম তুললেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ। হিন্দুস্তান টাইমসে তিনি জানিয়েছেন, “একটা দলের অবশ্যই প্রতিপক্ষ দলকে সম্মান প্রদ্রশন করা উচিত্। বিশেষ করে এমন সিরিজের পরিপ্রেক্ষিতে। যেখানে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ অসাধারণ লড়াই চালিয়েছিল। এটা মহিলা ক্রিকেটের জম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রফির সঙ্গে ফটোসেশনের সময় হরমনপ্রীতের প্রতিপক্ষ অধিনায়কের উদ্দেশ্যে যে আচরণের কথা সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে সেটা যদি সত্যি হয়, সেটা সম্পূর্ণ অসম্মানজনক ও নিন্দনীয়”।