আঙুল থেকে রক্ত পড়ছে, তাও বোলিং চালিয়ে গেলেন মিচেল স্টার্ক

আঙুলের চোটের কারণে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি স্টার্ক

Mitchell Starc. (Image Source: Twitter)

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক ভারতের বিরুদ্ধে চলমান তৃতীয় টেস্টে আঙুলে আঘাত পেয়েও বোলিং চালিয়ে গেছেন। ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটেছে।

Advertisement
Advertisement

অস্ট্রেলিয়া তাদের শেষ ছয় উইকেট ৩৪ বলে মাত্র ১১ রান যোগ করে হারিয়েছে। ১৯৭ রানে তাদের ইনিংস শেষ হওয়ার পরে ৮৮ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিল ম্যাচের তৃতীয় ইনিংস সাবলীল প্রক্রিয়া শুরু করেছিলেন।

ভারতের ইনিংসের শুরুতেই একটি চমকপ্রদ ঘটনা দেখা গিয়েছিল। প্রথম ওভারে অজি স্পিডস্টার মিচেল স্টার্ককে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। তর্জনীতে আঘাত লাগলেও বোলিং চালিয়ে যান এই পেসার। উল্লেখ্য, ২০২২-এর ডিসেম্বরে ফিল্ডিংয়ের সময় দুর্ঘটনার ফলে টেন্ডন ছিঁড়ে যাওয়ায় স্টার্ক আঙুলে্র সমস্যায় দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের কিছু সময় ছাড়াও, ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টেও খেলতে পারেননি তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোরে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলছেন মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের সময় স্টার্ক তাঁর আঙুলের চোট পাওয়ার পরে এখনও যে সম্পূর্ণ চোটমুক্ত হতে পারেননি তার প্রমাণ দ্বিতীয় দিনের প্রথম সেশনেই রক্তাক্ত হাতে তাঁর বোলিং করার দৃশ্য।

প্রথম সেশনের দ্বিতীয় ঘণ্টায় কামব্যাক ভারতের

অস্ট্রেলিয়া দিনের শুরুটা চমৎকার ভঙ্গিতে করেছিল এবং প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরন গ্রিন। হ্যান্ডসকম্ব শর্ট লেগের হাতে ক্যাচ দেওয়ার পরে ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দেন রবিচন্দ্রন অশ্বিন।

এরপরে উমেশ যাদব রিভার্স সুইংয়ের অসাধারণ নমুনা দেখান এবং সেট ব্যাটার ক্যামেরন গ্রিনকে এলবিডাব্লিউ আউট করার পরে দুই লোয়ার অর্ডার ব্যাটার মিচেল স্টার্ক ও টড মার্ফিকে বোল্ড করেন। উমেশ ভারতের মাঠে তাঁর ১০০তম টেস্ট উইকেট নেন যখন স্টার্ককে বোল্ড করেন। ভারতের মাঠে টেস্টে ১০০ উইকেট নেওয়া পঞ্চম ভারতীয় বোলার হয়েছেন উমেশ। অন্যদিকে, অশ্বিন এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন অ্যালেক্স ক্যারিকে। দশম উইকেট হিসেবে ন্যাথান লায়ন আউট হতেই অশ্বিন তাঁর তৃতীয় শিকার করেন।