আইপিএলকে বিশ্বক্রিকেটের সবেচেয়ে প্রভাবশালী টূর্নামেন্ট মনে করছেন মাইকেল ভন

প্রতিক্রিয়া দেখালেন নতুন দুই ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্তি প্রসঙ্গে

Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

আইপিএলের নতুন দুটি দল কেনার জন্য নিলামে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও অনেক টানাপোড়েনের পর চূড়ান্ত হয়েছে গুজরাত ও উত্তর প্রদেশ তাদের রাজ্যের দলকে এবার থেকে আইপিএলে দেখতে পাবে। আহমেদাবাদ ও লখনৌয়ের ক্রিকেট সমর্থকদের নিজেদের শহরের দলকে আইপিএলে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখার প্রতীক্ষার অবসান হল।

Advertisement
Advertisement

লখনৌয়ের ফ্র্যাঞ্চাইজির জন্য আরপিএসজি গ্রুপ নিলামের সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকা দর হেঁকে স্বত্ত্বাধিকার লাভ করেছে। অন্যদিকে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য সিভিসি ক্যাপিটালকে খরচ করতে হয় ৫১৬৬ কোটি। এই বিপুল অঙ্ক দেখে ক্রিকেট মহলের অন্দরে অনেকের মনেই বিস্ময়। প্রতিক্রিয়া দেখাচ্ছেন অনেক পরিচিত মুখই।

২০২২ থেকে ১০ দলের পরবর্ধিত আইপিএল এবং বিপুল অর্থ ব্যয়ে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্তিকরণের পরে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন টুইট করে তাঁর অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি বলেন যে অভাবনীয় বিশাল মূল্য খরচ করে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি কেনা হল তাতে একটা কথা নিশ্চিত হয়ে গেছে যে আইপিএল এই মুহূর্তে বিশ্বক্রিকেটের সবেচেয়ে প্রভাবশালী টূর্নামেন্ট। এখন থেকে আরো বেশি সংখ্যক মানুষ আইপিএল দেখতে পারবেন সেই নিয়েও মতামত রাখেন ৪৬ বছর বয়সী ভন। সাধারণত বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকলেও ভন এই টুইটে তাঁর চিরাচরিত বিতর্কপ্রিয় স্বভাব থেকে দূরে থেকেছেন।

তিনি টুইট করেন, “দুটি নতুন দলকে এমন বিপুল অঙ্কের অর্থে বিক্রি হতে দেখে একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেছে যে ক্রিকেট খেলাটার সবচেয়ে শক্তিশালী সত্ত্বা এখন আইপিএল। অনিবার্যভাবে এখন আরো বেশি ম্যাচ খেলা হবে এবং টূর্নামেন্টটিও দীর্ঘায়িত হবে।”

ভনের টুইট

সফল দরদাতাদের অভিনন্দন বোর্ড সভাপতি সৌরভের 

আইপিএলে লখনৌ ও আহমেদাবাদ থেকে নতুন দুটি দল সংযুক্ত হওয়ার পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেছেন, “বিসিসিআই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মরসুম থেকে দুটি নতুন দলকে স্বাগত জানাতে পেরে খুশি। আমি আরপিএসজি ভেঞ্চার্স লিমিটেড এবং আইরেলিয়া কম্পানি প্রাইভেট লিমিটেডকে সফল দরদাতা হওয়ার জন্য অভিনন্দন জানাতে চাই। আইপিএল এখন ভারতের দুটি নতুন শহর লখনৌ এবং আহমেদাবাদে যাবে। এরকম উচ্চ মূল্যে দুটি নতুন দলকে অন্তর্ভুক্ত হতে দেখে আনন্দ হচ্ছে, এবং এই আমাদের ক্রিকেট ইকোসিস্টেমের আর্থিক শক্তি ও ক্রিকেটীয় শক্তির পরিচায়ক।”