জেক ফ্রেজার-ম্যাকগার্ক এবং শন মার্শের হাত ধরে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারাল মেলবোর্ন রেনেগেডস

Melbourne Renegades vs Adelaide Strikers. (Photo Source: Kelly Defina/Getty Images)

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৩-২৪-এর ১৮তম ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারাল মেলবোর্ন রেনেগেডস। এই মরসুমে এটি ছিল তাদের প্ৰথম জয়।

Advertisement
Advertisement

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। ব্যাট করতে নেমে অধিনায়ক ম্যাথু শর্ট ৯ বলে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার ডি আর্সি শর্ট ৪৭ বলে ৫৪ রান করতে সক্ষম হন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ১টি ছয়। ক্রিস লিন ৩৪ বলে ৫৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ৪টি ছয় মারেন। তার এবং ডি আর্সি শর্টের মধ্যে ৮২ রানের একটি দারুণ পার্টনারশিপ গড়ে ওঠে। জেক ওয়েদারল্ড ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ০ রানে নিজের উইকেট হারান।

অ্যাডাম হোস ৩ বলে মাত্র ২ রান করে আউট হন। শেষে জেমি ওভারটন এবং হ্যারি নিলসেন যথাক্রমে ১৫ বলে অপরাজিত ২৯ রান এবং ৫ বলে অপরাজিত ১৭ রান করেন। শেষমেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রান করে অ্যাডিলেড স্ট্রাইকার্স। মুজিব উর রহমান বল হাতে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ৪ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। পিটার সিডল এবং উইল সাদারল্যান্ড ১টি করে উইকেট পান।

৮ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় মেলবোর্ন রেনেগেডস

রান তাড়া করতে নেমে শুরুতেই নিজের উইকেট হারান কুইন্টন ডি কক। তিনি এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। এরপর জো ক্লার্ক এবং জেক ফ্রেজার-ম্যাকগার্ক মিলে ১২২ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। ক্লার্ক ১৯ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, ফ্রেজার-ম্যাকগার্ক ৩৭ বলে ৭০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ৪টি ছয় মারতে সক্ষম হন। শন মার্শ ৩৩ বলে ৫৪ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়।

শেষমেশ ১৮.৪ ওভারে ৬ উইকেটে ১৭৮ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় মেলবোর্ন রেনেগেডস। ডেভিড পেইন ৩.৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। জেমি ওভারটন, ক্যামেরন বয়েস এবং জেমস বাজলি ১টি করে উইকেট পান।