মেলবোর্ণে শেষ টেস্ট ডেভিড ওয়ার্নারের, গ্যালারী থেকে পেলেন স্ট্যান্ডিং অভেশন

David Warner
David Warner. ( Image Source: X(Twitter)

মেলবোর্ণেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেললেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তারকা ক্রিকেটারের শেষ টেস্ট খেলার পরই গোটা মেলবোর্ণ ক্রিকেট গ্রাউন্ড জুড়ে স্ট্যান্ডিং অভেশন দিলেন মেলবোর্ণ ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত থাকা অসংখ্য সমর্থক। আর তাতেই আপ্লুত সকলে। কেরিয়ারের শেষ টেস্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই খেলার পরিকল্পনা ছিল এই তারকা ক্রিকেটারের। কিন্তু শেষপর্যন্ত সেই ইচ্ছাপূরণ হচ্ছে না তাঁর। শোনাযাচ্ছে সিডনিতে ডেভিড ওয়ার্নারের খেলার সম্ভাবনা নেই। মেলবোর্ণ ক্রিকেট স্টোডিয়ামেই কার্যত কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেললেন ডেভিড ওয়ার্নার।

ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্ল দেখালেও দ্বিতীয় টেস্টে কিন্তু ডেভিড ওয়ার্নারকে তাঁর সেরা ফর্মে দেখা যায়নি। দুই ইনিংসেই বড় রান পেতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রনেই সাজঘরে ফিরতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। সেইসঙ্গেই  টেস্ট ক্রিকেটকে কার্যত বিদায় জানালেন এই তারকা ক্রিকেটার। তাঁকেই সংবর্ধনা জডানাতে গোটা গ্যালারী এদিন স্ট্যান্ডিং অভেশন দিল ডেভিড ওয়ার্নারকে।

দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে মাত্র ৬ রান করেছেন ডেভিড ওয়ার্নার

প্রথম টেস্টে পার্থে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী দিয়ে যাত্রা শুরু করেছিলেন অস্ট্রেলিার এই তারকা ক্রিকেটার। প্রথম টেস্টেই ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর সেই পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্দরেও তাঁকে নিয়ে আলোচনা ছিল সকলের মুখে। তবে ডেভিড ওয়ার্নার চেয়েছিলেন সিডনিতেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে। তবে মনে করা হচ্ছে যে সেই স্বপ্ন তাঁর অধরাই থেকে যাবে। এদিন মেলবোর্ণ ক্রিকেট গ্রাউন্ডেই কেরিয়ারের শেষম্যাচ খেলে ফেললেন ডেভিড ওয়ার্নার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সেই ভিডিও প্রকাশ করা হয়্ছে। সেখানেই ডেভিড ওয়ার্নার ৬ রানে সাজঘরে ফেরার সময় সকলেই এই তারকা ক্রিকেটারকে স্ট্যান্ডিং অভেশন দিলেন। এই ছবিতে ডেভিড ওয়ার্নারও যে আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচে প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার করেছিলেন ৩৮ রান। দ্বিতীয় ইনিংসে ৬ রানে সাজঘরে ফিরেছেন তিনি।

দেশের জার্সিতে টেস্টের মঞ্চে ৯০০০ রানের মালিক ডেভিড ওয়ার্নার। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক নতুন কীর্তি। একইসঙ্গে এই তারকা ক্রিকেটারের ওডিআই ক্রিকেটের মঞ্চেও রয়েছে বহু রেকর্ড। সেখানেই তাঁর ব্যাটে এসেছে ৭০০০ রান। এছাড়া টেস্টের মঞ্চে এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ২৬টি সেঞ্চুরী। ক্রিকেট থেকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার।