মেলবোর্ণে ম্যাডম্যাক্স ঝড়, বিগ ব্যাশে ইতিহাস তৈরি করলেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell
Glenn Maxwell. (Photo by Mike Owen/Getty Images)

সামনেই রয়েছে আইপিএল। আর গ্লেন ম্যাক্সওয়েলকে না ছেড়ে যে এতটুকু ভুল করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তা হয়ত বুধবারের পর একেবারে স্পষ্ট। বিগ ব্যাশ লিগে রানের ঝড় তুলে ইতিহাস গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। তাও আবার মাত্র ৬৪ বলে। শুধুমাত্র দু বলের জন্য আরেকটা রেকর্ড হাতছাড়া হয়েছে তাঁর। তবে ম্যাডম্যাক্সের এই পারফরম্যান্স দেখে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের আত্মবিশ্বাস আরও বাড়ছে তা বলাই বাহুল্য। ৬৪ বলে ১৫৪ রানের ইনিংস খেলে ইতিহাস গড়়লেন ম্যাক্সওয়েল।

কয়েকদিন আগেই বিগ ব্যাশের ম়ঞ্চে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর সেই ক্যাচকে তো সেরা ক্যাচের আখ্যাও দিয়ে দিয়েছিলেন ব্রেট লি, অ্যান্ড্রু সাইমন্ডসরা। ফর্মে থাকা ম্যাক্সওয়েল যে কতটা ভয়ঙ্কর তা আরও একবার প্রমান পেলেন সকলে। ৪৪ বলে ঝোড়ো সে়ঞ্চুরিই শুধু করলেন না , বিগ ব্যাশের মঞ্চে একাধিক রেকর্ডও গড়ে ফেললেন তিনি।

মেলবোর্ণ স্টার্সের অধিনায়কের দায়িত্ব তাঁর কাধে। বিগ ব্যাশ লিগে এদিন শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। প্রতিপক্ষ বোলারদের মাথা তুলে দাঁডাতেই দেননি তিনি। শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল বাউন্ডারি, ওভার বাউন্ডারির বন্যা। কোনও বোলারই রুখতে পারেননি এদিন ম্যাডম্যাক্সকে। ৬৪ বলে ১৫৪ রানের ইনিংস খেলার পাশাপাশি, তাঁর হাত ধরেই মেলবোর্ণ স্টার্সও বিগ ব্যাশে সর্বোচ্চ রানের রেকর্ডও করে।

১৫৪ রানের ইনিংসে ম্যাক্সওয়েলের শর্ট রান খুবই কম। ৮৮ রানই করেছেন শুধু বাউন্ডারিতে। আর ওভার বাউন্ডারি মেরেছেন ৪টি। সবকিছু হিসাব করলে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মিলিয়েই সেঞ্চুরি রান করে ফেলেছেন তিনি। আর ম্যাক্সওয়েলের এই পারফরম্যা্ন্স দেখেই হতবাক সকলে। বিগ ব্যাশের মঞ্চে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি।

৩৯ বলে ১০০ রান করে বিগ ব্যাশ লিগে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ক্রেইগ সিমন্সের ঝুলিতে। তাঁর থেকে মাত্র দু বল বেশী খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪১ বলে সেঞ্চুরি করেন তিনি। আর তাতেই দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করার বজির গড়েছেন তিনি। তবে বিগ ব্যাশে সর্বোচ্চ স্কোরের শিরোপাটা কিন্তু নিজের মুকুটেই তুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর তাঁর পারফরম্যান্সেই আপ্লুত সকলে।

যদিও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে এদিন দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন আরও এক তারকা মার্কাস স্টয়নিস। একদিন আগেই তাঁকে দলে নিয়েছে লখনউ। তারপরই স্টয়নিসেরও এই ঝোরো পারফরম্যান্স বেশ স্বস্তিই দিচ্ছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌকে।