কেরিয়ারের প্রথম সেঞ্চুরী করার পর শুভমন গিলকে শুভেচ্ছা বার্তা যুবরাজ সিংয়ের

Yuvraj Singh
Yuvraj Singh. (Photo by Himanshu Bhatt/NurPhoto via Getty Images)

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে দেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে প্রথম শতরান পেলেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই হয়ত সেঞ্চুরীটা পেয়ে যেতেন। কিন্তু মাত্র কয়েক রানের জন্যণই তা হয়নি। জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচেই সেই অপেক্ষার অবসান হল ভারতের এই তরুণ তারকা ক্রিকাটারের। শুভমনের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। তাঁর কেরিয়ারের প্রথম শতরান দেখে আপ্লুত প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং।

সিরিজ জয় আগেই হয়ে গিয়েছে। শেষ ম্যাচ জিততে পারলে জিম্বাবোয়েকে হোয়াইট ওয়াশ করতে পারবে ভারতীয় দল। সেই লক্ষ্যে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন লোকেশ রাহুল। দলের ূ্যাটিং শক্তি পরীক্ষা করে দেখে নেওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য। সেখানে ওপেনিংয়ে এদিন শুভমন গিল নামেননি। ফার্স্ট ডাউনেই এসেছিলেন মাঠে। আর তাঁর হাত ধরেই জিম্বাবোয়ের বড় রানের লক্ষ্য দিল ভারত। জিম্বাবোয়ের বিরুদ্ধে এদিন ১৩০ রানের ইনিংস খেলেন শুভমন গিল।

৯৭ বলে ১৩০ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছেন শুভমন গিল

এই মুহূ্র্তে কেরিয়ারের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন  শুভমন গিল। ছটি ম্যাচের দুটো ম্যাচ বাদ দিলে প্রতিটিতেই শুভমন গিলের ঝুলিতে রয়েছে অর্ধশতরান। কিন্তু তাঁর লক্ষ্য ছিল আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম সেঞ্চুরীটা পাওয়ার। সেই অপেক্ষাটা এদিন হারারে-তেই অবসান হল শুভমন গিলের। তিনি নিজে তো অবশ্যই আপ্লুত। তাঁর পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন খোদ যুবরাজ সিংও। শুভমন গিলের ব্যাট থেকে আরও অনেশ সেঞ্চুরী দেথার অপেক্ষায় রয়েছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার।

টুইটারেই ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যুবরাজ সিং। তিনি সেখানে লিখেছেন, “অবশেষে সেই মুহূর্ত। অসাধারণ ক্রিকেট খেলেছে। এই শতরাটা একেবারেই তোমার প্রাপ্য ছিল। আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম শতরানের জন্য অনেক শুভেচ্ছা তোমাকে। এই তো সবে শুরু, আরও অনেক সেঞ্চুরী আসার অপেক্ষায় রইলাম”।

এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে ৯৭ বলে ১৩০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন শুভমন গিল। মাঠে নামার পর থেকেই বেশ আক্রমণাত্মক ফর্মে ছিলেন তিনি। সেঞ্চুরীটা করেন ৮২ বল খেলেই। জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী করার পথে শুভমন গিল খেলেছেন ১৫টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই প্রায় দেড় বছর পর ভারতের একদিনের দলে ফিরেছিলেন শুভমন গিল। সেই থেকেই নিজের লক্ষ্য স্থির করে নিয়েছিলেন তিনি। তাঁর স্ট্রাইকরেট নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। যদিও তা নিয়ে মাথা ঘামাতে খুব একটা রাজি ছিলেন না শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের ফর্মই ধরে রাখতে মরিয়া ছিলেন তিনি। সেইভাবেই এগিয়ে চলেছেন এই তারকা ক্রিকেটার।