রুদ্ধশ্বাস ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসকে ৪ উইকেটে হারাল মনিপাল টাইগার্স

India Capitals vs Manipal Tigers
India Capitals vs Manipal Tigers. (Photo Source: Twitter)

লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর ১৩ তম ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালসকে ৪ উইকেটে হারাল হরভজন সিংয়ের নেতৃত্বাধীন মনিপাল টাইগার্স। এই টুর্নামেন্টে এটি ছিল তাদের তৃতীয় জয়।

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মনিপাল টাইগার্সের অধিনায়ক হরভজন সিং। ইন্ডিয়া ক্যাপিটালসের দুই ওপেনার গৌতম গম্ভীর এবং রিকার্ডো পাওয়েল যথাক্রমে ৮ বলে ১৭ রান এবং ১১ বলে ১৪ রান করেন। কার্ক এডওয়ার্ডস এবং কেভিন পিটারসেন ব্যাট হাতে ব্যর্থ হন। এডওয়ার্ডস ৭ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, পিটারসেন ৪ বলে মাত্র ৬ রান করে নিজের উইকেট হারান। ভরথ চিপলি ৫১ বলে অপরাজিত ৬৫ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ১টি ছয় মারেন। বেন ডাঙ্ক ৩টি চার এবং ২টি ছয় সহ ১৯ বলে ৩৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার এবং চিপলির মধ্যে ৫৭ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে ওঠে।

অ্যাশলে নার্স ১২ বলে ২৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১টি চার এবং ৩টি ছয়। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৮৬ রান করে ইন্ডিয়া ক্যাপিটালস। পঙ্কজ সিং, প্রবীণ গুপ্ত এবং ইমরান খান ২টি করে উইকেট শিকার করেন। হরভজন সিং এবং মিচেল ম্যাকক্লেনাগান ১টি করে উইকেট পান।

১ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় মনিপাল টাইগার্স

মনিপাল টাইগার্সের দুই ওপেনার কাইল কোয়েটজার এবং চ্যাডউইক ওয়ালটন যথাক্রমে ৫ বলে ১০ রান এবং ২০ বলে ২৩ রান করেন। কলিন ডি গ্র্যান্ডহোম ৩৫ বলে ৫৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। অমিত বর্মা ৩২ বলে ৪৮ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৩টি চার এবং ৩টি ছয় মারেন। অ্যাঞ্জেলো পেরেরা এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। মহম্মদ কাইফ ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ৫ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

শেষে থিসারা পেরেরা ৪টি চার সহ ১৬ বলে অপরাজিত ৩১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। ইমরান খান ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ১৯.৫ ওভারে ৬ উইকেটে ১৮৭ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় মনিপাল টাইগার্স। হামিশ বেনেট, ইসুরু উদানা, কেপি আপান্না, প্রবীণ তাম্বে এবং অ্যাশলে নার্স প্রত্যেকেই ১টি করে উইকেট পান।