একটি ম্যাচে ৭টি উইকেট নিয়ে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন সায়াজরুল ইদ্রাস
আপডেট করা - Jul 26, 2023 2:18 pm

২৬শে জুলাই, বুধবার, পুরুষদের টি-২০ ক্রিকেটে একটি নতুন রেকর্ড গড়েছেন মালেশিয়ার পেসার সায়াজরুল ইদ্রাস। তিনি আইসিসি পুরুষদের ২০২৪ টি-২০ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিনের বিরুদ্ধে মাত্র ৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন তিনি। পুরুষদের টি-২০ ক্রিকেটে এর আগে কোনও বোলার ৭ উইকেট নিতে পারেননি।
সায়াজরুল ইদ্রাস আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ২১৬৯ তম ম্যাচে এই রেকর্ডটি করেছেন। চিনের ব্যাটারদের কাছে এটি একটি দুঃস্বপ্নের মতো ছিল। তারা ইদ্রাসের ইন-সুইং বলের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। উল্লেখযোগ্যভাবে, তার নেওয়া ৭টি উইকেটই বোল্ড ছিল। ইদ্রাস প্ৰথম ওভারে কোনও উইকেট পাননি। এরপর দ্বিতীয় ওভারের প্ৰথম বলেই তিনি চিনের ওপেনার ওয়াং লিউয়াংকে আউট করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক উইকেট নিতে থাকেন তিনি। দ্বিতীয় ওভারে তিনি মোট ৪টি উইকেট নেন। নিজের তৃতীয় ওভারে ১টি উইকেট নেন ইদ্রাস। এরপর নিজের শেষ ওভারে আরও ২টি উইকেট শিকার করেন তিনি।
মালেশিয়া খুব সহজেই এই ম্যাচটি জিতে নেয়। চিন ১১.২ ওভারে মাত্র ২৩ রানে অলআউট হয়ে যায়। মালেশিয়া রান তাড়া করতে নেমে ৪.৫ ওভারে ২ উইকেটে ২৪ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয়।
পিটার আহোর রেকর্ড ভেঙে দিয়েছেন সায়াজরুল ইদ্রাস
নাইজেরিয়ার ক্রিকেটার পিটার আহো ২০২১ সালের ২৪শে অক্টোবর সিয়েরা লিওনের বিরুদ্ধে মাত্র ৫ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেছিলেন। এটি ছিল টি-২০ ক্রিকেটের সেরা বোলিং পরিসংখ্যান। বর্তমানে এই রেকর্ডটি সায়াজরুল ইদ্রাসের নামে রয়েছে।
সায়াজরুল ইদ্রাস ১৯৯১ সালের ৯ই জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছেন এবং ৪৭টি উইকেট নিয়েছেন।
পুরুষদের টি-২০ ক্রিকেটে একটি ম্যাচে ৬টি উইকেট নেওয়ার রেকর্ড ১২ জন বোলারের নামে রয়েছে। এর মধ্যে দুইজন ভারতীয় বোলার যুজবেন্দ্র চাহাল এবং দীপক চাহারের নাম রয়েছে। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাশটন অ্যাগারও এই রেকর্ডটি করেছিলেন। এছাড়াও শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার অজন্তা মেন্ডিসও একটি টি-২০ ম্যাচে ৬টি উইকেট নিয়েছিলেন। কিন্তু সায়াজরুল ইদ্রাস হলেন প্ৰথম বোলার যিনি টি-২০ ক্রিকেটের একটি ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন। ইদ্রাসের দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে আইসিসি পুরুষদের ২০২৪ টি-২০ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টে শুরুটা বেশ ভালোভাবেই করেছে মালেশিয়া। শেষমেশ তারা এই টুর্নামেন্টটি জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।