এলপিএল ২০২৩, বি লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংসঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

B Love Kandy vs Jaffna Kings
B Love Kandy vs Jaffna Kings. (Photo Source: Twitter)

এই মরসুমে জমজমাট লঙ্কা প্রিমিয়ার লিগ। লিগ পর্ব শেষ, বৃহস্পতিবার থেকেই লঙ্কা প্রিমিয়ার লিগে শুরু হচ্ছে প্লেঅপের ম্যাচ। সেখানেই এলিমিনেটরের ম্যাচে নামতে চলেছে বি লাভ ক্যাল্ডি এবং জাফনা কিংস। আর সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই  উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁচেছে তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে এই দুই দল। তাদের মধ্যে শেষপর্যন্ত কোন দল দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় তা তো ম্যাচ শেষ হওয়ার পরই বোঝাযাবে। দুই দলই যে হাড্ডহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

লিগ পর্বের শেষ ম্যাচে দুই দলই হেরে গিয়েছিল।  লিগ পর্বের শেষ ম্যাচে ডাম্বুলা অওরার বিরুদ্ধে নেমেছিল বি ল্যাভ ক্যাল্ডি। সেই ম্যাচে অবশ্যজেয়র মুখ দেখতে পায়নি বি লাভ ক্যাল্ডি। ডাম্বুলা অওরার কাছে ২০ রানে হেরে গিয়েছিল তারা। একই চিত্র ছিল জাফনা কিংসেরও।  তারাও তাদের শেষ ম্যাচে হেরে গিয়েছিল। ধারেভারে অবশ্য এই ম্যাচে দুই দলই কার্যত একই জায়দগায় দাঁড়িয়ে রয়েছে। আর প্রেমদাসা স্টেডিয়ামেই নামতে চলেছে তারা। তার আগেই দেখে নেওয়া যাক সেখানকার পিচ কন্ডিশন।

পিচ কন্ডিশন

এই প্রতিযোগিতায় বারবারই এই পিচে ব্যাটারদেরই বেশী সুবিধা পেতে দেখা গিয়েছে। এই ম্যাচেও যে তেমনটাই হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। মনে করা হচ্ছে যে এই ম্যাচে যে দল প্রথমে ব্যাটিং পাবে  তারাই খানিকটা এগিয়ে রয়েছে। প্রথমে ব্যাটিং করা দলের দিকেই রয়েছে পরিসংখ্যানের ইঙ্গিত।  এই ম্যাচেও টস জিতে অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

বি লাভ ক্যান্ডি

ফখর জামন, দীনেশ চন্ডীমল, মহম্মদ হারিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসিফ আলি, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারঙ্গা, ইসুরু উদানা, দুশমন্থ চামিরা, মুজিব ইর রহমান, নুয়ান প্রদীপ।

জাফনা কিংস

রহমনুল্লাহ গুরবাজ, চরিথ আসালঙ্কা, তওহিদ হৃদয়, প্রিয়ামল পেরিরা, ডেভিড মিলার, দুনিথ ওয়েল্লালােগে, থিসারা পেরেরা, মহিশ থিকসানা, বিজয়কান্থ ব্যাসকান্থ, দিলশান মদুশঙ্কা, হারদাস বিলিজোয়েন।

বি লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস হেড টু হেড

ম্যাচ – ৯। বি লাভ ক্যান্ডি- ৫। জাফনা কিংস – ৪। ফলাফল হয়নি – ০

বি লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস সম্প্রচার বিবরণী

ভেন্যু – আর প্রেমদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কলম্বো

দিন ও সময় – বৃহস্পতিবার, অগস্ট ১৭, সন্ধে ৭.৩০( ভারতীয় সময় )

সম্প্রচার বিবরণী – স্টার স্পোর্টস এবং ফ্যানকোড