ধোনির কায়দায় “নো লুক রান আউট” করে চমক লিটন দাসের

Litton Das
Litton Das. ( Image Source: Twitter )

বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয় হয়ে গিয়েছে শ্রীলঙ্কার। শেষ ম্যাচে কার্যত শ্রীলঙ্কার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ শিবির। সিরিজ ড্র করে মাঠে নামলেও শেষরক্ষা করতে পারেনি বাংলাদেশ শিবির। কিন্তু সেখানেই নজর কেড়েছেন লিটন দাস। এমএস ধোনির স্টাইলে রান আউট করে সকলকে চমকে দিয়েছেন বাংলাদেশের তারকা উইকেটকিপার লিটন দাস। দাসুন শানাকাকে নো লুক রান আউট করে সকলকে চমকে দিয়েছিলেন লিটন দাস। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেও খুব একটা বেশী সময় নেয়নি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-১ ফলাফল হয়ে গিয়েছিল। শনিবার দুই দলের কাছেই ছিল হাড্ডহাড্ডি লড়াই। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। যদিও সেষরক্ষা করতে  পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। কুশল মেন্ডিসের দাপুটে ইনিংসটাই এদিন বাংলাদেশের ললাট লিখন করে দিয়েছিল। তিনি চাড়া অবশ্য শ্রীলঙ্কার কোনও ব্যাটারই এদিন বড় রান করতে পারেননি। কিন্তু সেই ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছিল।

ব্যাট হাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৭ রানেই সাজঘরে ফিরেছেন লিটন দাস

দাসুন শনাকা শেষের দিকে অবশ্য ঝোড়ো ইনিংস খেলা শুরু করেছিলেন। ৯ বলে ১৯ রানের ইনিংস খেলেছিলেন দাসুন শনাকা। সেই শনাকাকেই শেষপর্।যন্ত থামান লিটন দাস। সম্পূর্ণ এমএস ধোনির কায়দাতেই দাসুন শনাকাকে রান আউট করে সাজঘরের রাস্তায় পাঠিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই কার্যত সকলে হতবাক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেও খুব একটা বেশী সময় নেয়নি। তবে ব্যাট হাতে অবশ্য লিটন দাস বড় রান করতে ব্যর্থই হয়েছেন এদিন।

বাংলাগদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। টি টোয়েন্টি ফর্ম্যাটে এই রান তাড়া করে জেতাটা যে খুব একটা কঠিন নয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের ব্যাটিং লানআপ তাদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ওপেনিংয়ে মাত্র ৭ রানেই সাজঘরে ফিরতে হয়েছে লিটন দাসকে। টপ অর্ডার থেকে মিডল অর্ডারের কোনও ব্যাটারই এদিন  ২০ রানের গন্ডী টপকাতে পারেনি।

শেষের দিকে রিশাদ হোসেন ৫৩ রানের ইনিংস না খেললে বাংলাদেশের এদিন ১০০ রানের গন্ডীও টপকানো সম্ভব হত না। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষপর্যন্ত ১৪৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ১-২-এ টি টোয়েন্টি সিরিজ হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।