হার্দিক কবে বল করতে পারবেন? চলছে জোর চর্চা

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Surjeet Yadav/Getty Images)

টি২০ বিশ্বকাপের আগে হার্দিক পাণ্ডিয়া কি পুরোপুরি সুস্থ হয়ে উঠে বোলিং করতে পারবেন ? এই প্রশ্নই এখন ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে ঘোরপাক খাচ্ছে। তবে এ বিষয়ে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা মুখ খুলেছেন। তিনি জানান,  হার্দিক প্রতিদিনই একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। মনে হচ্ছে ও আগামী সপ্তাহে বোলিং করতে পারবে। তবে রোহিতের সংযোজন, যদিও শেষ কথা বলতে পারবেন ডাক্তার বা ফিজিওরাই। রোহিত যতই বলুক হার্দিকে বোলিং করা নিয়ে গুঞ্জন চলছেই।

অন্যদিকে, ঈশান কিষণ এবং সূর্যকুমার যাদব। দু জনেই আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে রয়েছেন। কিন্তু এই দুই ক্রিকেটারেরই ফর্ম নিয়ে চিন্তায় ছিলো টিম ম্যানেজমেন্ট। অবশেষে স্বস্তি। দু জনেই ধুমাধার ব্যাটিং করে ফর্মে ফিরেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শুক্রবার সানারাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঈশানের ব্যাটিং মন ছুঁয়ে গেছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। মাত্র ৩২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন এই উইকেট কিপার ব্যাটার। ঈশানের ৮৪ রানের ইনিংসে ছিল ১১টি চার এবং ৪ টি ছয়ে সাজানো। এই অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন এই বাঁ হাতি ব্যাটার।

ম্যাচ শেষে ঈশান বলেন, ‘আমি ওপেন করতে চাই এবং বিরাট ভাই এটাই বলেছিলেন – আমাকে একজন ওপেনার হিসাবে নির্বাচিত করা হয়েছে, আমাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি বড় পরিসরে, যে কোনও পরিস্থিতির জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।’

একই সঙ্গে সূর্যকুমার যাদবও দারুন ব্যাটিং করেছেন। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে ৪০ বলে ৮২ রানের ইনিংস। ২০৫ স্ট্রাইক রেটে সূর্যকুমারের ইনিংসে ছিল ১৩টি চার এবং ৩টি ছয়।