টি২০ বিশ্বকাপের দলে কোহলিকে রাখা নিয়ে বিরাট বার্তা শ্রীকান্তের

Virat Kohli
Virat Kohli. (Photo Source: Robert Cianflone/Getty Images)

এই বছরেই হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলের পরই বিশ্বজয়ের লড়াইয়ে নামবে প্রতিটি দল। সেখানেই ১৭ বছরের ট্রফি খরা ভারতীয় দল কাটাতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তার আগে অবশ্য টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল গঠন নিয়েই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। হঠাত্ই শোনাযাচ্ছে  টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল থেকে নাকি বাদ পড়তে পারেন বিরাট কোহলি। এমন জল্পনা যে ভারতীয় ক্রিকেট ভক্তদের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলাই বাহুল্য। যদিও এই গুঞ্জন একেবারেই মানতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণামাচারিয়া শ্রীকান্ত।

তার মতে বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলিকে ছাড়া দল নাকি ভাবাই যায়না। শেষ বিশ্বকাপের মঞ্চেও বিরাট কোহলির পারফরম্যান্সই ছিল সেরা। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয় তিনিই সেবারের বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও দুরন্ত পারফরম্যান্স করেছিলেন বিরাট কোহলি। গড়েছিলেন একের পর এক রেকর্ড। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি। সেই বিরাট কোহলিকে ছাড়াই বিশ্বকাপের দল ভাবতে পারছেন না কৃষ্ণামাচারিয়া শ্রীকান্ত।

২০২৩ টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি

তিনি জানিয়েছেন, “কোনও সম্ভাবনাই নেই । টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলিকে ছাড়া ভাবাই যায় না। তিনি সেই ক্রিকেটার যাঁর হাত ধরে আমরা ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিলাম। সেই প্রতিযেগিতার সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। তাঁকে নিয়ে এমন মন্তব্য কারা করেন। কারা এমন গুজব তৈরি করেন। ভারতকে যদি জিততে হয় টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে বিরাট কোহলিকে প্রয়োজন”।

কয়েকদিন আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়েছে। সেখানে বিরাট কোহলিকে নিয়ে নানান গুঞ্জন চললেও শেষপর্যন্ত মাঠে দেখা যায়নি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। তবে এই আইপিএলের দিয়েই শোনাযাচ্ছে  নতুন বছরে মাঠে ফিরতে চলেছেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই মঞ্চই যে প্রতিটি ভারতীয় ক্রিকেটারের কাছে নিজেদের প্রস্তুতির জায়গা তা বলার অপেক্ষা রাখে না। যদিও আইপিএল শুরু হওয়ার আগেই বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

জুন মাসেই শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত বিরাট কোহলিকে মাঠে দেখা যায় কিনা সেটারই অপেক্ষায় সকলে।