নিজের ব্যাট দিয়ে নয়, এই খেলোয়াড়ের থেকে ব্যাট চেয়ে পরপর পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু

রিঙ্কুর অতিমানবিক ইনিংসের পরে জানা গেল আসল সত্যি

Rinku Singh. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৩তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স নীতীশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সের সাথে মুখোমুখি হয়েছিল এবং অসম্ভাব্য অবস্থান থেকে ম্যাচটি জেতানোর পরে রিঙ্কু সিং শিরোনামে উঠে এসেছিলেন।

Advertisement
Advertisement

গুজরাত টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে স্কোর বোর্ডে ২০৪/৪ তুলেছিল। রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লের ভিতরেই কলকাতা দুই ওপেনারকে হারিয়েছিল। ওপেনারদের পতনের পরে ভেঙ্কটেশ আইয়ার এবং অধিনায়ক নীতীশ রানা ১০০ রানের পার্টনারশিপ গড়েছিলেন ৫৫ বলে।

তবে বিপক্ষের অধিনায়ক রশিদ খান হ্যাট-ট্রিক করার পরে কেকেআর যখন হারের দোরগোড়ায় দাঁড়িয়ে, তখনই রিঙ্কু সিং চমকপ্রদ ইনিংস খেলে কলকাতাকে একটি দুর্দান্ত জয়ের দিকে নিয়ে যান। ২৫ বছর বয়সী ব্যাটার ২১ বলে ৪৮* রানের ইনিংস খেলেন, যার মধ্যে ম্যাচের শেষ ওভারে পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কাও অন্তর্ভুক্ত ছিল। জয়ের পরে অধিনায়ক নীতীশ রানা প্রকাশ করেছেন যে রিঙ্কু সিং যে ব্যাটটি ব্যবহার করছিলেন তা আসলে তাঁরই ছিল।

আমি প্রথমে তাকে আমার ব্যাট দিতে চাইনি: নীতীশ রানা

“এটি [রিঙ্কু যে ব্যাট ব্যবহার করছিলেন] আমার ব্যাট, এবং আমি এই ব্যাট দিয়ে [এই মরসুমে] দুটি ম্যাচ খেলেছি। আমি পুরো সৈয়দ মুশতাক আলি ট্রফি এবং গত বছরের শেষ চার থেকে পাঁচটি ম্যাচ এই ব্যাট দিয়ে খেলেছি,” কেকেআরের পোস্ট করা একটি ভিডিওতে নীতীশ বলেছেন।

 

নীতীশ রানা আরও প্রকাশ করেছিলেন যে তিনি প্রথমে রিঙ্কুকে ব্যাট দিতে দ্বিধা বোধ করছিলেন, কিন্তু টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কুর অকল্পনীয় ইনিংসের পরে তিনি উত্তরপ্রদেশের বাঁ-হাতি ব্যাটারকে আনন্দের সঙ্গে ব্যাটটি উপহার দিয়েছেন।

“আজ [রবিবার] আমি আমার ব্যাট পরিবর্তন করেছি। রিঙ্কু আমার ব্যাট চেয়েছিল। আমি প্রথমে তাকে আমার ব্যাট দিতে চাইনি, কিন্তু কেউ একজন এই ব্যাটটি [ড্রেসিংরুম থেকে] এনেছিল, আমার মনে হয়েছিল যে সে এই ব্যাটটিই বেছে নেবে। কারণ এটির একটি খুব সুন্দর পিকআপ রয়েছে এবং আমার ওজন অনুসারে এই ব্যাটটি হালকা। [এখন] এই ব্যাটটি রিঙ্কুর, আমার নয়,” নীতীশ বলেছেন।