প্লে অফে নামার আগে বেঙ্গালুরুর থেকে স্ট্যাটেস্টিকসে এগিয়ে কলকাতা

Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders
Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

এলিমিনেটর ম্যাচ খেলতে নামার আগে আইপিএলের ইতিহাসে পরিসংখ্যানের দিক থেকে কলকাতা নাইটা রাইডার্স কিছুটা এগিয়ে রয়্যাস চ্যালেঞ্জার্স বেঙ্গলুরু থেকে। এখনও পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৮ বার, তার মধ্যে কলকাতা জিতেছে ১৫ বার আর আরিসিবি জিতেছে ১৩ বার, তার চেয়েও বড় কথা মরু শহরে যেভাবে কলকাতা আইপিএল ২০২১ -এর দ্বিতীয় পর্যায়ে শুরু করেছে তা এককথায় অভাবনীয়।

আর মরু শহরেই কার্যত গো হারান হারিয়েছে আরসিবি। সেই দিক থেকে পরিসংখ্যান এবং মাইন্ড গেমে অনেকটা এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। আবার শোনা যাচ্ছে রাসেল ফিট, তবে বল করতে পারবে কি না সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যয়নি। তবে রাসেল যদি বোলিং এবং ব্যাটিং দুই করতে স্বচ্ছন্দ্য হয় তাহলে বাড়তি অ্যাডভান্টেজ পাবে নাইট শিবির। কারণ, রাসেল যেদিন খেলেন সেদিন বিপক্ষের কিছু করার থাকে না।

বিরাটদের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের মিডিয়াকে কেকেআর অধিনায়ক জানালেন, ‘প্রথম পর্বে সেভাবে ছন্দে ছিলাম না আমারা। কিন্তু আমিরশাহিতে দ্বিতীয় পর্বে দারুণ ছন্দে ফিরে এসেছে দল। এই মোমেন্টামটাই ধরে রাখতে চাই আমরা সব সময়। আমাদের পারফরম্যান্স ও ফলাফল ধারাবাহিকভাবে ভালো হয়েছে এবার। ছেলেরা মানসিকভাবে উদবুদ্ধ হয়ে আছে।’

পাশাপাশি, নাইট অধিনায়কের মতে আমিরশাহিতে যেভাবে দল ঘুড়ে দাঁড়িয়েছে, তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। যদিও আরসিবির বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান। আরসিবির বিরুদ্ধেই চলতি আইপিএলে লিগ পর্যায়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ইয়ন মর্গ্যানের দল। কিন্তু তবুও প্রতিপক্ষকে কোনও ভাবেই হাল্কাভাবে দেখে রাজি নন নাইট অধিনায়ক।