পঞ্জাব কিংস ছাড়ছেন অধিনায়ক লোকেশ রাহুল? তোলপাড় প্রীত জিন্টার ফ্র্যাঞ্চাইজিতে

KL Rahul
KL Rahul. (Photo Source: IPL/BCCI)

আইপিএলে যদি সবচেয়ে ধারাবাহিক পারফর্মার নাম বলা হয়, তাহলে সেই তালিকায় সবারে উপরে যার নাম থাকবে তিনি কেএল রাহুল। তিনি ভারতের টি২০ দলের ভাইস ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার। আর বর্তমানে তিমি পাঞ্জাব কিংসের অধিনায়ক। কমলা টুপিও তার দখলে। কিন্তু জল্পনা যদি সঠিক হয়, তাহলে পাঞ্জাব কিংসে আর দেখা যাবে না কেএল রাহুলকে।

গুঞ্জন, ২০২২ -এর আইপিএলে তিনি নিলামে চড়াতে চলেছেন।

আর শোনা যাচ্ছে রাহুলকে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। সেই সঙ্গে ১১ কোটির বেশি দামই যে রাহুলের জন্য উঠবে সে কথা বলাই বাহুল্য। রাহুল পাঞ্জাবে আসে ২০১৮ সালে। আর নেতৃত্ব দিচ্ছেন ২০২০ সাল থেকে।

এমনিতে ২০১৪ সালের পর পাঞ্জাব প্লে অফেই ওঠেনি।

২০২১৮ সালে রাহুলের ব্যাট থেকে এসেছে ৬৫৯ রান, ২০১৯ সালে ৫৯৩ রান করেছিলেন পাঞ্জাব অধিনায়ক। আর ২০২০ সালে ৬৭০ রান করেছিলেন তিনি। আর এ বছর আইপিএলে তিনি ৬২৬ রান করেছেন।

পাশাপাশি নিলামের রিটেনশন নিয়ম নীতি এখনও প্রকাশ্যে আনেনি বিসিসিআই। তবে রিটেন করার অপশন থাকলে রাহুলকে পাঞ্জাব যে রিটেন করবেই তা নিয়ে সন্দেহ নেই। তবে ঘটনা হল, ক্রিকেটারের ইচ্ছার বিরুদ্ধে সাধারণত কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে ধরে রাখে না। আর অশ্বিন, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল অতীতে।