“টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য ‘কামাল লাজওয়াব’ রাহুল অঙ্গীকারবদ্ধ” – প্রশংসা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন ১৩৩ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন রাহুল
আপডেট করা - Jan 4, 2022 1:37 pm

আকাশ চোপড়া ওয়ান্ডারার্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কেএল রাহুলের অর্ধশতকের জন্য তাঁর আকণ্ঠ প্রশংসা করেছেন। জোহানেসবার্গ টেস্টে টিম ইন্ডিয়ার নেতৃত্বের দায়িত্ব পাওয়া রাহুল প্রথম দিনে ১৩৩ ডেলিভারিতে ৫০ রান করেছিলেন। তাঁর লড়াকু ইনিংসের সৌজন্যে ২০২ রান অবধি ভারত পৌঁছতে পেরেছিল।
প্রথম দিনের ম্যাচের পর্যালোচনা করার সময় তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে চোপড়া রাহুলের প্রশংসায় মুগ্ধ হয়ে বলেছেন, “কেএল রাহুল আবার জ্বলজ্বল করছে, আমার মতে সে অসাধারণ। এই ছেলেটি ভালো করার জন্য অঙ্গীকারবদ্ধ। কামাল লাজওয়াব রাহুল টেস্ট ক্রিকেটের প্রেমে পড়েছেন। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিয়ে দীর্ঘ সময় ধরে পিচে টিকে থাকতে পারছে।”
রাহুলের লড়াকু মনোভাব দেখে মুগ্ধ আকাশ চোপড়া
প্রাক্তন ভারতীয় খেলোয়াড় মনে করেন যে রাহুল সেঞ্চুরিয়নে তাঁর ম্যাচ জেতানো সেঞ্চুরির পরে ওয়ান্ডারার্সে আরও কিছুটা দুঃসাহসিক হতে পারতেন। চোপড়া ব্যাখ্যা করেছেন, “সেঞ্চুরিয়নে তিনি যা করেছেন তা আশ্চর্যজনক ছিল; এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন সেঞ্চুরির পর নতুন কোনো মাঠে যান, তখন আপনি অনুভব করেন যে আপনি ইতিমধ্যেই সেঞ্চুরি করেছেন; আপনি ফর্মে আছেন, এবং তখন আপনি উপরের দিকে ড্রাইভ খেলেন কারণ আপনার নিজের উপর আত্মবিশ্বাস আছে।”
রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল, প্রথম টেস্টে সেঞ্চুরি পার্টনারশিপের পরে, টিম ইন্ডিয়াকে আবারও একটি ভদ্রস্থ সূচনা দেন। আগরওয়াল শুরুতে আক্রমণ করলেও রাহুল রানের কথা না ভেবে ধৈর্য ধরে ক্রিজে টিকে থাকেন।
আকাশ চোপড়া ওয়ান্ডারার্সে নতুন করে শুরু করার জন্য কেএল রাহুলের প্রশংসা করেছেন। তিনি বিস্তারিত বলেছেন, “আপনি যদি পরের ম্যাচে আসেন এবং সেঞ্চুরিয়নে যেভাবে শুরু করেছিলেন সেভাবেই শুরু করেন, মানে আপনি জানেন যে আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। এর জন্য প্রয়োজন ভিন্ন ধরনের শৃঙ্খলা এবং প্রতিশ্রুতি, এবং আপনাকে আপনার প্রক্রিয়া বজায় রাখতে হবে।”
স্বনামধন্য ধারাভাষ্যকার এই বলে শেষ করেছেন যে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করার পর জোহানেসবার্গে এসেও রাহুল প্রয়োজনীয় দৃঢ়তা দেখিয়েছেন। চোপড়া পর্যবেক্ষণ করেছেন, “এটি অসাধারণ ছিল কারণ সে প্রচুর ডেলিভারি খেলেছে, ১৩০টিরও বেশি। তাঁর সাবধানী ইনিংস দেখে মনে হচ্ছিল তিনি এখানে প্রথমবার ব্যাটিং করছেন তাই এতো সতর্কতা অবলম্বন করছেন। কিন্তু বাস্তবে তা একেবারেই নয়, তিনি সেঞ্চুরিয়ন থেকে সেঞ্চুরি করে আসছিলেন।”
মার্কো জানসেনের বলে পুল শট খেলতে গিয়ে শেষ পর্যন্ত ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হন রাহুল।