এনসিএ-র নেটে ঝুলন গোস্বামীর বোলিং সামলালেন কেএল রাহুল

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজে খেলবেন কেএল রাহুল

KL Rahul
KL Rahul. (Photo Source: Twitter)

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার কেএল রাহুলকে সম্প্রতি নেটে ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামীর মুখোমুখি হতে দেখা গেছে। উল্লেখ্য, জার্মানিতে স্পোর্টস হার্নিয়ার সফল অস্ত্রোপচারের পর রাহুল বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ), বেঙ্গালুরুতে রয়েছেন। ডানহাতি ব্যাটার আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

পূর্বে, রাহুলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লু-এর নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের অধিনায়ক মনোনীত করা হয়েছিল, কিন্তু কুঁচকির চোটের কারণে তিনি সিরিজে অংশগ্রহণ করতে পারেননি। রাহুলকে ইংল্যান্ড সফরের জন্যও নেওয়া হয়েছিল কিন্তু অস্ত্রোপচারের কারণে তাঁকে খেলার বাইরে থাকতে হয়েছিল।

কেএল রাহুল দুটি দুর্দান্ত স্ট্রোক খেলেন

সোশ্যাল মিডিয়ায় থাকা একটি ভিডিওতে, রাহুলকে নেটে অভিজ্ঞ ঝুলনের মুখোমুখি হতে দেখা যায়। ঝুলন অফ-স্টাম্পে একটি ফুল ডেলিভারি বোলিং করলে ভারতীয় ব্যাটারকে একটি নিখুঁত কভার ড্রাইভ খেলতে দেখা যায় এবং তারপরে অফ সাইডে ব্যাকফুটে একটি দুর্দান্ত কাট শট মারেন।

রাহুল অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। ডানহাতি ব্যাটারকে শেষবার ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় দেখা গিয়েছিল, যখান তিনি প্লে অফে নতুন প্রবেশকারী লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) নেতৃত্ব দিয়েছিলেন। রাহুল তাঁর নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে কিছু দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং এলএসজির হয়ে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন।

ডানহাতি ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লু-এর প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে, তবে একাদশে তাঁর অন্তর্ভুক্তি ফিটনেস সাপেক্ষে। ২৯ জুলাই (শুক্রবার) প্রথম ম্যাচ হবে এবং সিরিজে মোট পাঁচটি ম্যাচ আয়োজিত হবে।

ঝুলনের কথা বলতে গেলে, অভিজ্ঞ পেসার ২০২২ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। আসন্ন ২০২২ কমনওয়েলথ গেমসের জন্য তাঁকে ভারতের স্কোয়াডে রাখা হয়নি কারণ ঝুলন চার বছর আগে সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন।