রাহুল ও আথিয়া এখন বিয়ে সারলেও আইপিএলের পরেই হবে জমকালো অনুষ্ঠান

বেশ কিছু সূত্র অনুসারে রাহুল ও আথিয়ার বিয়ে অনুষ্ঠিত হবে ২৩শে জানুয়ারি

KL Rahul and Athiya Shetty
KL Rahul and Athiya Shetty. (Image Source: Twitter)

ক্রিকেটার কেএল রাহুল ও বলিউড সেলিব্রিটি আথিয়া শেট্টি বেশ কয়েক বছর ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কবদ্ধ এবং বিগত কয়েক দিন ধরে এই জুটির বিয়ে সংক্রান্ত আলোচনা চলছে উৎসুক জনতার মধ্যে। সাম্প্রতিক কিছু প্রতিবেদন ও সূত্র অনুসারে, ২৩শে জানুয়ারি খান্ডালায় সুনীল শেট্টির পুরনো বাড়িতে তাঁদের বিয়ে আয়োজিত হতে চলেছে।

বিয়ে এখনই সেরে রাখলেও, কেএল রাহুল ও আথিয়া শেট্টি পরিকল্পনা করেছেন আইপিএলের পরেই একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করে বন্ধু ও সহকর্মীদের আমন্ত্রণ জানাতে। বেশ কিছুদিন ধরেই আথিয়া ও রাহুল, দুজনের বাড়ির ভিডিও ইন্টারনেটে দেখা যাচ্ছে। কর্ণাটকে কেএল রাহুলের বাড়ি আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে। পারিবারিক প্রতিশ্রুতির কারণ দেখিয়ে রাহুল বর্তমানে চলা ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে সাদা বলের সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

একটি সূত্র স্পষ্ট করে বলেছে, “বান্দ্রার একটি ভবনের চারপাশের সাজসজ্জার ভিডিও এবং ছবি শেয়ার করে বলা হচ্ছে যাবতীয় আয়োজন এই দম্পতির বিয়েকে ঘিরে। তবে তারা সেখানে নেইও। ওই বাড়িটি একটি ভিন্ন বিয়ের জন্য।”

যেহেতু রাহুলের বেশীরভাগ বন্ধু ও সহকর্মী বর্তমানে ঘরের মাঠে ক্রিকেট খেলতে ব্যস্ত, তাই গুজব রয়েছে যে মে মাসের শেষে আইপিএল শেষ হওয়ার পরে বিয়ের একটি বড় অনুষ্ঠান হতে পারে। বিয়ের দিন ভারতীয় দলের সদস্যরা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ের প্রস্তুতির জন্য ইন্দোরে থাকবেন। 

বিয়ে সম্পন্ন হওয়ার পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন কেএল রাহুল

একজন বন্ধু মিডিয়াকে বলেছে, “ক্রিকেটের ব্যস্ত সময়সূচীর প্রেক্ষিতে, মে মাসে আইপিএল শেষ হওয়ার পরে ফিল্ম ইন্ডাস্ট্রি ও ক্রিকেটারদের জন্য একটি বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। ২৩শে জানুয়ারি বিয়ের সময়। অতিথিরা আসবেন ২১শে জানুয়ারি থেকে। যেহেতু মিডিয়া আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিয়ের খবর পেয়ে গেছে, তাই অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে আমরা শুনেছি।”

গুরুত্বপূর্ণ বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন বলে কেএল রাহুল খুব শীঘ্রই মাঠে ফিরে আসবেন। ভারতীয় ভক্তরা আশা করবেন যে তিনি টেস্টে তাঁর ফর্ম ফিরে পাবেন এবং আবারও টেস্ট দলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন। চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাঁকে সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে তাই তাঁর কাঁধে দায়িত্ব অনেক।