ফাইনালে উঠে কাকে স্পেশাল উইশ করল কলকাতা? দেখুন

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Instagram)

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে আইপিএল ২০২১-এর ফাইনালে উঠল কলকাতা নাইট রাইডার্স। আর জয়ের পরই শুভেচ্ছা বন্যায় ভাসছে কলকাতা নাইট রাইডার্স। তবে ম্যাচ জেতা উপহার হিসেবে কলকাতার প্রাক্তন অধিনায়ককে দিলো টিমের সদস্যরা। কী বুঝতে অসুবিধে হচ্ছে ? আসলে আজ বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের জন্মদিন। আর তাঁর জন্মদিনেই দিল্লির বিরুদ্ধে জয়কেই উপহার হিসেবে দিলো কলকাতা নাইট রাইডার্স।

জন্মদিনের শুভেচ্ছায় কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, ‘যে মানুষটি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।’ টুইটারের এই শুভেচ্ছা বার্তায় আরও লেখা হয়, ‘আশা করি গত রাতের জন্মদিনের উপহার আপনার পছন্দ হয়েছে।’ অর্থাৎ কিনা দিল্লির বিরুদ্ধে কলকাতার দুরন্ত জয়ই হল গম্ভীরের জন্য জন্মদিনের আগাম উপহার নাইট রাইডার্সের।

উল্লেখ্য, ২০১২ সালে গম্ভীরের নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়। পরে ২০১৪ সালে নাইটদের দ্বিতীয় আইপিএল খেতাব এনে দেন গম্ভীর। সেই শেষবার আইপিএল ট্রফি ওঠে কলকাতার ঘরে। সুতরাং, গৌতম গম্ভীরই এখনও পর্যন্ত একমাত্র নাইট অধিনায়ক, যিনি ফ্র্যাঞ্চাইজিকে সাফল্য এনে দিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার কলকাতাকে জেতালেন দুই ওপেনার। ১৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম উইকেটেই ৯৬ উঠে যায়। দুর্দান্ত অর্ধশতরান করলেন বেঙ্কটেশ আয়ার। এই আইপিএল-এ তৃতীয় অর্ধশতরান হয়ে গেল তাঁর। যোগ্য সঙ্গত দিলেন শুভমন গিলও। কিন্তু ম্যাচ শেষ ওভারে নিয়ে গিয়ে সমর্থকদের হৃৎকম্প একসময় বাড়িয়ে দিয়েছিলেন কলকাতার ব্যাটাররা। প্রথম উইকেটে ৯৬ তোলার পরেও একসময় জেতা ম্যাচ হারতে বসেছিল কেকেআর। একে একে ব্যাটাররা ফিরে যাচ্ছিলেন সাজঘরে। শেষ ওভারের পঞ্চম বলে রাহুল ত্রিপাঠি ছয় মারায় হাঁফ ছেড়ে বাঁচলেন সমর্থকরা।