টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কলকাতার, দেখুন দুই দলের প্রথম একাদশ

MS Dhoni and Eoin Morgan
MS Dhoni and Eoin Morgan. (Photo Source: IPL/BCCI)

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যে টিম খেলিয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেই টিমই খেলছে আইপিএল ২০২১ – এর ফাইনালে। আর চেন্নাইও প্রথম কোয়ালিফায়ারে যে টিম খেলিয়েছিল সেই টিমই ফাইনালে নামাচ্ছে। এর পাশাপাশি ২০১২ সালের বদলা কি চেন্নাই সুপার কিংস নিতে পারবে ? এই প্রশ্ন এখন ঘোরাধুরি করছে। আসলে ২০১২ তে আইপিএল ফাইনাল দেখেছিল এই দুই দলের টক্কর। ফের একবার কলকাতা-চেন্নাই শিরোপা জয়ের লড়াইয়ে। আজ থেকে ৯ বছর আগে ২৭ মে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গৌতম গম্ভীরের কেকেআরের কাছে হেরেছিল ধোনির সিএসকে। এবার দেখার ফাইনালে শেষ হাসি কে হাসে।

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ : শুবমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসেন, শিবম মাভি এবং বরুন চক্রবর্তী

চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ : ঋতুরাজ গাইকোয়ার্ড, ফাফ ডু প্লেসিস, রবিন উথাপ্পা, মঈন আলি, অম্বাতি রাইডু, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, ডোয়ান ব্রাভো, দীপক চাহার এবং জোশ হ্যাজালউড

অন্যদিকে, কলকাতার এই কামব্যাকে টিমকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে ক্রিকেট বিশ্ব। কিন্তু এই জয়ের ধারায় যাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যান। এবার তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। একটা ম্যাচেও তাঁর নামের প্রতি সুবিচার করতে পারেননি নাইটদের অধিনায়ক। এমনকী কোয়ালিফায়ার ২-তে দিল্লির বিরুদ্ধে টিমের কঠিন সময়েও তাঁর ব্যাটে রান আসেনি। শূণ্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। অনেক দিন আগে থেকেই মর্গ্যানের পারফরম্যান্স নিয়ে কথা উঠলেও, দিল্লি ম্যাচের পর তা আরও জোরাল ভাবে উঠতে শুরু করেছে। মর্গ্যানের পারফরম্যান্স নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ কামান দেগেছেন। তাঁর কথায়, ‘‘ও আর কখনও কলকাতার হয়ে খেলবে কিনা, জানি না। কারণ কথা বলা ছাড়া তো আর কোথাও কিছু করেনি। অধিনায়ক হলে তো রানও করতে হয়। এখনও পর্যন্ত ওর কাছ থেকে মনে রাখার মতো কিছু পাইনি।’’