জেসন রয়ের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সে এলেন ফিল সল্ট

Phil Salt
Phil Salt. ( Image Source – Twitter/X )

আইপিএলের ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছে। শেষ মুহূর্তের জদল গোছাতে ব্যস্ত রয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। আসন্ন মরসুমে জেসন রয়ের পরিবর্তে ইংল্যান্ডেরই তারকা ক্রিকেটার ফিল সল্টকে দলে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলাম থেকে জেসন রয়কে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষপর্যন্ত ব্যক্তিগত কারণের জন্য এবারের আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন জেসন রয়। সেই জায়গাতেই এবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে এলেন আরেক তারকা ব্রিটিশ ক্রিকেটার ফিল সল্ট।

গতবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন জেসন রয়। যদিও সেবার কলকাতা নািট রাইডার্স বড়সড় কোনও সাফল্য পায়নি আইপিএলের মঞ্চে। এবারও অবশ্য সেই জেসন রয়ের ওপরই ভরসা রেখেছিল নাইট রাইডার্স শিবির। কিন্তু শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছিলেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। সেই জায়গায় ক্রিকেটার নিতে সময় খুব একটা বেশী নিল না কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডেরই আরেক তারকা ক্রিকেটার ফিল সল্টকে তুলে নিল এবার কলকাতার নাইট বাহিনী।

গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২১৮ রান করেছিলেন ফিল সল্ট

এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামলে ফিল সল্টের দ্বিতীয় মরসুম হবে আইপিএলে। সেখানে নাইটদের জার্সিতে তিনি সাফল্য পান কিনা সেট তো সময়ই বলবে। তবে  এই তারকা ক্রিকেটারকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত নাইট শিবির। গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ফিল সল্ট। ৯ ম্যাচ খেলে ২১৮ রান করেছিলেন তিনি। গত মরসুমে তাঁর সর্বোচ্চ রান ছিল ৮৭। যদিও এবারের নিলামে কোনও দলই পাননি ফিল সল্ট। মাঝে কয়েকটা দিন অপেক্ষা করতে হলেও, শেষপর্যন্ত  কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরেই মাঠে নামতে চলেছেন এই তারকা ক্রিকেটার।

তাঁর বেস প্রাইজ ১.৫ কোটি টাকাতেই ফিল সল্টকে দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন ফিল সল্ট। পরপর দুই ম্যাচেই সেঞ্চুরী করেছিলেন তিনি। তারমধ্যে ত্রিনিদাদে ৪৮ বলে সেঞ্চুরী করেছিলেন ফিল সল্ট। ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরীর মালিক তিনিই।  সেই পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি দেখাতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডঃ নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমনুল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার, ফিল সল্ট, সুনীল নারিন, সূয়শ শর্মা, অনুকূল রয়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, অঙ্গক্রিস রঘুবংশী, রমনদীপ সিং, শারফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজুব উর রহমন, দুশমন্ত চামিরা, সাকিব হুসেন