পাকিস্তানে খেলতে যাচ্ছেন না ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড, কিন্তু কেন

Kieron Pollard
Kieron Pollard. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

আগামী ১৩ ডিসেম্বর থেকে পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সিরিজ। পাকিস্তানে বাবর আজমের দলের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। পাকিস্তানের মাটিতে হতে চলা আসন্ন সিরিজে খেলতে পারবেন না ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড।

টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন এক ম্যাচে চোট পেয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড। তারপর থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন পোলার্ড। এবার পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন এই মারকুটে ব্যাটসম্যান। পোলার্ডের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নেওয়া হয়েছে ডেভন থমাস এবং টি-২০তে অলরাউন্ডার রোভমান পাওয়ালকে। আগামী বছর জানুয়ারিতে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে ফিরতে পারেন পোলার্ড।

সংযুক্ত আরবআমিরশাহিতে টি টোয়েন্টি বিশ্বকাপে পোলার্ডের নেতৃত্বে একেবারে খারাপ খেলে ওয়েস্ট ইন্ডিজ। গেইল থেকে রাসেলের মত একঝাঁক তারকা নিয়েও সুপার ১২ পর্ব থেকে বিদায় নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ। তারপরেও সীমিত ওভারের ক্রিকেটে পোলার্ডকে অধিনায়ক থেকে সরানো হয়নি। ওয়েস্ট ইন্ডিজ এখন শ্রীলঙ্কা সফরে ব্যস্ত শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে ০-২ হেরেছে ক্যারিবিয়ানরা।