মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসাবে কাজ শুরু কায়রণ পোলার্ডের

Kieron Pollard. ( Photo Source: Mumbai Indians )

নতুন মরসুমে নতুন দায়িত্বে অভিষেক কায়রণ পোলার্ডের। আইপিএলের মঞ্চে প্রথম থেকেই মিুম্বই ইন্ডিয়া্ন্সের সঙ্গী কায়রণ পোলার্ড। গতবছরই আইপিেল তেকেও অবসর ঘোষণা করেছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু তাঁর এই তারকা ক্রিকেটারকে নিজেদের থেকে আসাদা করতে চাননি। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে ফের ফিরলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। তবে ভূমিকাটা খানিকটা বদলে গিয়েছে। বাইশগজে নন, এবার তিনি ডাদ আউটে থাকবেন। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের ভূমিকায় এবার দেখা যাবে কায়রণ পোলার্ডকে।

Advertisement
Advertisement

বুধবার থেকেই সেই কাজটা শুরু করে দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান সুপারস্টার কায়রণ পোলার্ড। আর সেই ছবি দেখেই সকলে আপ্লুত। হাতে আর বেশী সময় নেই। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এই মরসুমের আইপিএল। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। সুপার সানডেতেই এবারের আইপিএলে প্রথম ম্যাচে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়লেন কায়রণ পোলার্ড।

আইপিএলের মঞ্চে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে মুম্বই ইন্ডিয়ান্স

গতবারের আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স দেখিয়েছিল নুম্বই ইন্ডিয়ান্স। গতবারের আইপিএলে লাস্ট বয়ের তকমা উঠেছিল মুম্বই ইন্ডিয়ান্সের গায়ে। সেই অধ্যায় যে রোহিত শর্মারা ভুলতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। এবারের আইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে  কায়রণ পোলার্ডের কাঁদেও একটা বড় দায়িত্ব রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দলের সঙ্গে যোগ দিয়েই বিশেষ বার্তাও দিয়েছেন কায়রণ পোলার্ড।

তিনি জানিয়েছেন, “আমি তাদের সকলকেই বলে দিয়েছি যে আমাকে যেন কোচ বলে না ডাকে। আমাকে পলি বলেই ডাকতে বলেছি। মুম্বইয়ের মানুষের প্রতিনিধিত্ব এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার অনুভূতি কখনোই শুধুমাত্র ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আমার জন্য কারা অনেককিছু করেছে এবং একজন ক্রিকেটার হিসাবে আমিও অনেককিছু করার চেষ্টা করেছি। আমাদের মধ্যে যে বন্ডিং রয়েছে, আমি মনমে করি তা ক্রিকেটের থেকেও অনেক বেশী। আমার মতে কোনোকিছুই বদলাবে না”।

এবারের মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে খানিকটা পরিবর্তন এসেছে। বিরাট দামে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে ক্যামেরণ গ্রীণকে। এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। এরপরই রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের সঙ্গে  তিনিও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেবেন।