শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে সূর্যকুমার যাদবকে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন কপিল দেব

Kapil Dev
Kapil Dev. (Photo by Simon Hofmann/Getty Images for Laureus)

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে সেঞ্চুরী পেয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু তারপরই একদিনের সিরিজে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের নির্বাচকদের সেই সিদ্ধান্ত নিয়েই এবার প্রশ্ন তুললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারকে ধারাবাহিকভাবে একদিের ম়্চে না খেলানোর সিদ্ধান্তই যেন মেনে নিতে পারছেন না তিনি। বিশেষ করে সেঞ্চুরী করার পরের ম্যাচেই তাঁকে বসানো নিয়ে বেশ অসন্তুষ্ট কপিল দেব।

গতবছর থেকেই ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত মেজাজে রয়েছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলের হয়ে বেশীরভাগ ম্যাচেই প্রধান ভূমিকা পালন করেছেন তিনি। সেই ধারা নতুন বছরেও ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জিততেই হত ভারতীয় দলকে। সেই ম্যাচেই দুরন্ত মেজাজে ছিলেন সূর্যকুমার যাদব। তঁর সেঞ্চুরী ইনিংসে ভর করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে জিতে গিয়েছিল টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে ৫১ বলে ১১২ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব

কিন্তু একদিনের সিরিজে সেই সূর্যকুমার যাদবকে বাইরে রেখেই ভারতীয় দলের প্রথম একাদশ নির্বাচন করা হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই সিদ্ধান্ত দেখার পরই প্রশ্ন তুলেছিলেন অন্যান্য বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটাররা। এবার সেই একই কথা শোনা গেল কপিল দেবের মুখেও। ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার পর যদি কোনও ক্রিকেটারকে  পরের ম্যাচেই  না রাখা হয়, সেই সিদ্ধান্তটাই বুঝে উঠতে পারছেন না প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।

গাল্ফ নিউজে দেওয়া এক সাক্ষাতকারে কপিল দেব জানিয়েছেন, “আমি এটাই বলতে চেয়েছি যে একটী দীর্ঘ সময়ের জন্য একটি দলকেই ধরে রাখতে হয়। দলের অন্যরকম একজন ক্রিকেটাররে যদি বদল করা হয় সেই কারণটা তবে বোঝা যায়। কিন্তু একজন ম্যন অব দ্যা ম্যাচ হওয়া ক্রিকেটারকে যদি পরের ম্যাচেই দলের বাইরে রাখা হয়, তবে একজন ক্রিকেটার হিসাবে সেই সিদ্ধান্ত আমাদের পক্ষে বোঝা অসম্ভব”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে ৫১ বলে ১১২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য প্রথম দুটো একদিনের ম্যাচে খেলানো হয়নি তাঁকে।  শেষ ম্য়াচে সুযোগ দেওয়া হয়েছিল। যদিও সেখানে ৪ রনই করতে পেরেছিলেন তিনি। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম থেকেই রয়েছেন ভারতীয় একদিনের দলে রয়েছেন সূর্যকুমার যাদব।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। ব্যক্তিগত কারণে নেই লোকেশ রাহুলও। আর তাতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই  সূর্যকুমার যাদবকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও প্রথম ম্যাচে বড় রান পেতকে ব্যর্থই হয়েছেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় ম্যাচে তিনি বড় রান পান কিনা সেটাই এখন দেখার।