বিশ্বকাপের দলে নিজের জায়গা করে নিতে দুই সপ্তাহ সময় পেলেন কেন উইলিয়ামসন
আপডেট করা - Aug 28, 2023 5:19 pm

বিশ্বকাপ শুরু হতে আর দুমাসও সময় নেই। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে নিউ জিল্যান্ড। সেই ম়্চেই কেন উইলি্য়ামসনের নেতৃত্বে নিউ জিল্যান্ড নামতে নামতে পারে কিনা তা নিয়েই এখন জোর জল্পনা চলছে। শোনাযাচ্ছে বিশ্বকাপের দলে সুযোগ করে নেওয়ার লক্ষ্যে কেন উইলিয়ামসনের সামনে সময় এখন দুই সপ্তাহ। দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে নামার জন্য এই দুই সপ্তাহে কেন উইলিয়ামসন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে বিশ্ব ক্রিকেট মহল।
প্রায় পাঁচ মাসের কাছাকাছি মাঠের বাইরে রয়েছেন নিউ জিল্যান্ডের তারকা অধিনায়ক কেন উইলিয়ামসন। এবারের আইপিএলের প্রথম ম্যাচেই ফিল্ডিং করার সময় গুরুতর চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। গুজরাত টাইটান্স শিবিরে ছিলেন নিউ জিল্যান্ডের তারকা অধিনায়ক। সেখানে প্রথম ম্যাচেই হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরকপর থেকেই আর বাইশগজের লড়াইয়ে দেখা যায়নি কেন উইলিয়ানসনকে। সেই থেকে তাঁর বিশ্বকাপ খেলা নিয়েও শুরু হয়েছিল নানান গুঞ্জন।
এবারের আইপিএলের প্রথম ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন
আইপিএলের সময়ইঅ দেশে ফিরে য়েতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেখানেই অস্ত্রোপচার হয়েছিল কেন উইলিয়ামসনের। তাঁর মতো তারকা ক্রিকেটার বিশ্বকাপের মঞ্চে অনুপস্থিতি থাকাটা যে নিউ জিল্যান্ড ক্রিকেট দলের কাছে বিরাট এক ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। অস্ত্রোপচারের পর গত মাস থেকেই রিহ্যাব শুরু করেছিলেন কেন উইলিয়ামসন। যদিও এখনও পর্যন্ত দেশের জার্সিতে মাঠে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। তবে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন কেন উইলিয়ামসন। এমনকী ব্যাট হাতে নেটেও ফিরেছেন কয়েকদিন আগে।
এখনও পর্যন্ত অবশ্য কেন উইলিয়ামসন পুরোপুরি্ মাঠে নামার জন্য প্রস্তুত কিন্তু সেই ইঙ্গিত মেলেনি। এই দুই সপ্তাহই চূড়ান্ত পরীক্ষা নিউ জিল্যান্ড অধিনায়কের সামনে। এই প্রসঙ্গে নিউ জিল্যান্ডের কোচ জানিয়েছেন, “বিশ্বকাপের দল ঘোষণার আগে এই মুহূর্তে আমাদের কাছে দুই সপ্তাহ সময় রয়েছে। আমরা তাদের সকলকে একটা সুযোগ দিতে চাই এবং তাঁকে রিহ্যাবের জন্যও বেশ খানিকটা সময় দিতে চাইছি। তিনি নেটে ব্যাটিং করার জন্য ফিরে এসেছেন, সেটাই একটা বড় ইঙ্গিত। তাঁকে যে জায়গায় আমরা পেতে চাইছি, সেই জায়গায় পৌঁছনোর জন্য এখনও বেশ কিছু কাজ করতে হবে তাঁকে”।
ইংল্যান্ডে সফরে নিউ জিল্যান্ড দলের সঙ্গেই রয়েছেন কেন উইলিয়ামসন। নেটে ব্যাট হাতে দেখাও যাচ্ছে তাঁকে। অন্যদিকে এই দলেই দীর্ঘদিন পর ফিরেছেন দলের তারকা ক্রিকেটার ট্রেন্ট বোল্ট। কেন উইলিয়ামসনের নেতৃত্বে নিউ জিল্যান্ড বিশ্বকাপের মঞ্চে নামতে পারে কিনা সেটাই এখন দেখার।