টেস্টের মঞ্চে বিরাট কোহলির সেঞ্চুরীর রেকর্ড স্পর্ষ করলেন কেন উইলিয়ামসন

Kane Williamson
Kane Williamson. ( Photo Source: X(Twitter)

বাংলাদেশের বিরুদ্ধেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়লেন কেন উইলিয়ামসন। টেস্টের মঞ্চে বিরাট কোহলির সেঞ্চুরীর রেকর্ড ছুঁলেন কেন উইলিয়ামসন। তাও আবার বিরাট কোহলির থেকে ২৬টি ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়লেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরী করতে পারলে এই ম্যাচে€ বিুরাট কোহলির সেঞ্চুরীর রেকর্ড টপকে যাবেন কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন সেঞ্চুরী পেলেও দ্বিতীয় দিনের শেষে অবশ্য নিউ জিল্যান্ড বাংলদেশের থেকে অনেকটা পিছিয়েই রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

প্রথমে ব্যাটিং করে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩১০ রানে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে  নিউ জিল্যান্ডও শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি। ৯৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছিল নিউ জিল্যান্ড বাহিনী। সেই পরিস্থিতিতেই ক্রিজে এসেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কঠিন পরিস্থিতি থেকে দলের হাল যেমন ধরেছিলেন, তেমনই ড্যারিল মিচেলের সঙ্গে বড় পার্টনারশিপও গড়ে তুলেছিলেন তিনি। সেইসঙ্গেই এই তারকা ক্রিকেটারের ঝুলিতে নতুন রেকর্ড।

বাংলাদেশের বিরুদ্ধে ২০৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন কেন উইলিয়ামসন

এদিন বাংলাদেশের বিরুদ্ধেই কেরিয়ারের অন্যতম টেস্ট সেঞ্চুরী পেয়েছেন কেন উইলিয়ামসন। এদিন কার্যত ক্রিজ আঁকড়ে পড়ে ছিলেন এই তারকা ক্রিকেটার। কেরিয়ারের ৯৫ তম টেস্ট ম্যাচে ২৯টি সেঞ্চুরী করার রেকর্ড গড়লেন এই তারকা ক্রিকেটার। এদিন যখন তিনি নেমেছিলেন সেই সময় টেস্টের মঞ্চে ২৮টি সেঞ্চুরী ছিল কেন উইলিয়ামসনের। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামা থেকেই অত্যন্ত সাবধানী ছিলেন তিনি। সেখানেই ১৮৯ বলে খেলে কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ টেস্ট সেঞ্চুরী পান কেন উইলিয়ামসন। তবে সেঞ্চুরী করার পরই থামতে হয়েছে কেন উইলিয়ামসনকে। এদিন ১০৪ রানেই থামতে হয়েছিল কিউই অধিনায়ককে।

কেন উইলিয়ামসনকে বাদ দিলে এদিন নিউ জিল্যান্ডের কোনও তারকা ক্রিকেটারাই সেভাবে বড় রান করতে পারেননি। ড্যারিল মিচেল কিছুক্ষণ কেন উইলিয়ামসনকে সঙ্গ দিলেও শেষপর্যন্ত ৪১ রানের ইনিংস খেলেই থামতে হয়েছিল তাঁকে। দ্বিতীয় দিনের শেষে কেন উইলিয়ামসন যে খুব একটা ভাল পজিশনে রয়েছেন তা বলা যায় না। দ্বিতীয় দিনের শেষে নিউ জিল্যান্ডের রান ৮ উইকেটে ২৬৬।

এখনও বাংলাদেশের থেকে ৪৪ রানে পিছিয়ে রয়েছে নিউ জিল্যান্ড। দিনের শেষে ক্রিজে রয়েছেন কাইল জেমিসন ও টিম সাউদি। শেষপর্যন্ত তৃতীয় দিন নিউ জিল্যান্ড বাংলাদেশের রান টপকাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।