দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে রাখার পরামর্শ শ্রীকান্থের

Ravi Ashwin
Ravi Ashwin. (Photo Source: RANDY BROOKS/AFP via Getty Images)

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া।  টেস্টে এই মুহূর্তে ০-১-এ পিছিয়ে রয়েছে ভারতীয় দল। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। সিরিজ জয়ের সম্ভাবনা নেই।  তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সমতায় ফেরার একটা সুয়োগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। সেই লক্ষ্যেই ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়েই চলচে নানান হিসাব নিকাশ। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। সেই মুহূর্তেই ভারতীয় দলকে এক বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্থ।

এই মুহূর্তে ভারতীয় দলের প্রথম একাদশ নিয়েই চর্চা সবচেয়ে বেশী। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই পরিস্থিতিতেই ভারতীয় দলের প্রথম একাদশ থেকে কোনওরকমভাবেই রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় দলের প্রথম একাদশে না রাখার পক্ষে নেই এই প্রাক্তন তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে শার্দূল ঠাকুরের থেকেও রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখার বার্তা দিচ্ছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা

শেষ টেস্টে অবশ্য ভারতীয় দলে থাকলেও বেশী উইকেট তুলতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। একইরকমভাবে ভারতীয় দলের হয়ে  প্রথম টেস্টে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি শার্দূল ঠাকুরও। সেই নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এই টেস্টেই আবার ভারতীয় দলে ফিরতে পারেন রবীদ্ন্দর জাদেজাও। সেখানেই রবিচন্দ্রন অশ্বিনের দলে জায়গা হবে কিনা সেটা নিয়েও চলছে নানান কথা। সেখানেই কৃষ্ণমাচারারিয়া শ্রীকান্থ। তাঁর মতে এই ম্যাচে কোনওরকমভাবেই ভারতীয় দলের প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনক প্রথম একাদশে রাখারই পরামর্শ দিচ্ছেন তিনি।

এই প্রসঙ্গে শ্রীকান্থ জানিয়েছেন, “আমি রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে রাখবই। আমি বিশ্বাস করি যে শার্দূল ঠাকুরের থেকে রবিচন্দ্রন অশ্বিন এখনও অনেক ভাল।  শার্দূল ঠাকুরের জায়গাতেই রবিচন্দ্রন অশ্বিনকে খেলাবো আমি। তিনি যদি পাঁচ উইকেট তুলতে না পেরে, দুটো উইকেটও ুলতে পারেন, তবুও তাঁকেই রাখব। সম্ভবত তিনিই রবীন্দ্র জাদেজার সঙ্গে একটা ভাল জুটে গড়ে তুলবেন এবং লাইনআপ আরও শক্তিশালী হবে। এই দুই ক্রিকেটার একসঙ্গে ৪-৫টি উইকেট তুলে নিতে পারবেন। আর সেটাই যথেষ্ট হবে”।

ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন রবীন্দ্র জাদেজা। এই দ্বিতীয় টেস্টেই ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন তিনি। শেষপর্যন্ত ফের একবার জাদেজা এবং অশ্বিন জুটি দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছি আমি।