আইপিএল ২০২৩: খেলতে পারবেন না জনি বেয়ারস্টো, বদলি হিসেবে এলেন ম্যাথিউ শর্ট

অস্ট্রেলিয়ান শর্ট বিবিএলে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেন

Jonny Bairstow. (Photo Source: Twitter)

পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর গুরুত্বপূর্ণ খেলোয়াড় জনি বেয়ারস্টো ২০২২-এর সেপ্টেম্বরে চোট পাওয়ার পরে এখনও সম্পূর্ণ ফিটনেস পাননি এবং সেই কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়েছেন। ইংলিশ উইকেটকিপার-ব্যাটারের পরিবর্তে ২০২৩ মরসুমের জন্য অস্ট্রেলিয়ান আনক্যাপড খেলোয়াড় ম্যাথিউ শর্টকে নেওয়া হয়েছে। উল্লেখ্য, পাঞ্জাব কিংস ১লা এপ্রিল মোহালিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে।

Advertisement
Advertisement

২৫শে মার্চ, শনিবার, পাঞ্জাব কিংস সোশ্যাল মিডিয়ায় আইপিএল ২০২৩ থেকে বেয়ারস্টোর বাদ পড়ার বিষয়ে একটি ঘোষণা করেছে। পিবিকেএসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে দলের নবনিযুক্ত প্রধান কোচ ট্রেভর বেলিস বলেছেন যে ইংলিশ ক্রিকেটার আইপিএলের পুরো মরসুম থেকেই বাদ পড়েছেন। পরিবর্ত হিসেবে শর্টের অন্তর্ভুক্তির কথা জানান তিনি।

“আমরা দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমাদের শের জনি বেয়ারস্টো তার চোটের কারণে এই মরসুমের আইপিএলে অংশ নেবে না। আমরা তাকে শুভকামনা জানাই এবং আগামী মরসুমে তাকে আমাদের রঙে দেখার জন্য উন্মুখ। স্কোয়াডে তার বদলি হিসেবে ম্যাথিউ শর্টকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত,” পিবিকেএস ভিডিওটির ক্যাপশনে লিখেছে।

২০২২-এর সেপ্টেম্বরে চোট পেয়েছিলেন জনি বেয়ারস্টো

ফেব্রুয়ারির শেষের দিকে বেয়ারস্টো অনুশীলন শুরু করেছিলেন এবং এই সপ্তাহের শুরুতে ইয়র্কশায়ারের নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি মে মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ওপেনারের আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছে যে তিনি আসন্ন টুর্নামেন্টে খেলার জন্য অযোগ্য।

সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের হোম সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে ৩৩ বছর বয়সী ক্রিকেটারের বাঁ পা ভেঙেছিল এবং তাঁর গোড়ালির হাড়ও সরে গিয়েছিল। ইয়র্কশায়ারে বন্ধুদের সঙ্গে গলফ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। একাধিক ফ্র্যাকচারের ফলে বেয়ারস্টোর অস্ত্রোপচারও করা হয়েছিল।

চোট পাওয়ারারে তিনি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ইংল্যান্ডের হয়ে কোনো সিরিজেই অংশ নিতে পারেননি। ইংল্যান্ডের পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও বাংলাদেশ সফর থেকে বাদ পড়তে হয়েছিল বেয়ারস্টোকে। উদ্বোধনী ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএলটি২০) থেকেও বাদ যেতে হয় তাঁকে।

অস্ট্রেলিয়ার প্রধান টি-২০ লিগ, বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এর ২০২২-২৩ মরসুমে শর্ট দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। ১৪ ইনিংসে শর্ট ৪৫৮ রান করেছিলেন ১৪৪.৪৭ স্ট্রাইক রেটে।