দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ স্কোর করার রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজ

Johnson Charles
Johnson Charles. (Photo Source: Windies Cricket/Twitter)

২৬শে মার্চ, রবিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

ব্যাট করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে আরেক ওপেনার কাইল মায়ার্স ২৭ বলে ৫১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ৪টি ছয়। জনসন চার্লস ব্যাট হাতে একটি দুধর্ষ ইনিংস খেলেন। তিনি মাত্র ৪৬ বল খেলে ১১৮ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার এবং ১১টি ছয়। তার এবং কাইল মায়ার্সের মধ্যে ১৩৫ রানের পার্টনারশিপ হয়। তিনি মার্কো জানসেনের শিকার হন।

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নিকোলাস পুরান। তিনি ৩ বলে মাত্র ২ রান করে মার্কো জানসেনের বলে আউট হন। রোভমান পাওয়েল ১টি চার এবং ২টি ছয় সহ ১৯ বলে ২৮ রান করেন। রোমারিও শেফার্ডও একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ১টি চার এবং ৪টি ছয় সহ ১৮ বলে অপরাজিত ৪১ রান করেন।  ওডেন স্মিথ ৫ বলে অপরাজিত ১১ রান করেন।

৫ উইকেটে ২৫৮ রান করল ওয়েস্ট ইন্ডিজ

জনসন চার্লসের শতরান এবং কাইল মায়ার্স, রোভমান পাওয়েল এবং রোমারিও শেফার্ডের সুন্দর ইনিংসের হাত ধরে আন্তর্জাতিক টি-২০-তে নিজেদের সর্বোচ্চ স্কোর করার রেকর্ড করে ওয়েস্ট ইন্ডিজ। মার্কো জানসেন ৪ ওভারে ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন। ওয়েন পার্নেল ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট পান।

তবে পাহাড় সমান রানের দিকে বেশ ভালোভাবেই এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক মাত্র ৪৪ বলে ১০০ রান করেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৮টি ছয়। তিনি রেমন রেইফারের বলে আউট হন। আরেক ওপেনার রেজা হেন্ড্রিক্স ২৮ বলে ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ১১টি চার এবং ২টি ছয়ের সাথে এই রান করেন। তিনি রোভমান পাওয়েলের শিকার হন। রিলি রোসোউ ৪০০ স্ট্রাইক রেটের সাথে ৪ বলে ১৬ রান করে আউট হন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া এত বড় লক্ষ্যে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা পৌঁছাত পারে নাকি সেটাই এখন দেখার বিষয়।