আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যতের ব্যাপারে মুখ খুললেন জোফরা আর্চার

Jofra Archer
Jofra Archer. (Photo by Gareth Copley/Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরেই শুরু হবে অ্যাশেজ সিরিজ। তবে ইংল্যান্ডের তারকা বোলার জোফরা আর্চার পুরোপুরিভাবে ফিট হয়ে তাতে অংশগ্রহণ করতে পারবেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তিনি অনেক দিন ধরেই চোটের সমস্যায় ভুগছেন। এই বছরের শুরুতে এসএ২০ লিগে এম আই কেপ টাউন দলের সদস্য হিসেবে পেশাদার ক্রিকেটে কামব্যাক করেছিলেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) হয়ে এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচে খেলেছেন তিনি। ফিটনেসজনিত সমস্যার কারণেই তাকে বেশিরভাগ ম্যাচে বাইরে থাকতে হয়েছে।

জোফরা আর্চার বলেছেন যে এই বছরটি তার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি বলেছেন যে তিনি যদি আইপিএল ঠিকঠাকভাবে পার করতে পারেন, তাহলে তিনি অ্যাশেজে খেলার জন্য একটি ভালো অবস্থানে থাকবেন। তিনি এখনও পর্যন্ত কোনো ফরম্যাটকে বিদায় জানানোর কথা ভাবেননি বলে জানিয়েছেন। তিনি সবকটি ফরম্যাটেই যতদিন সম্ভব নিজের সবটুকু দিয়ে খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

ইএসপিএনক্রিকইনফো জোফরা আর্চারকে উদ্ধৃত করে, “এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। আমি মনে করি সবকিছু একে অপরের সাথে জড়িত; কোনো ঘটনা ঘটলে তার ফলাফলকে মেনে নিতে হবে। যদি আমি (আইপিএল) পার করতে পারি তবে আমি অ্যাশেজে খেলার জন্য একটি ভাল অবস্থানে থাকব। তারপরেও অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে।”

তিনি আরও বলেন, “আমি এখনও যতটা সম্ভব রেড-বল (ক্রিকেট) খেলতে চাই। আমি এখনও পর্যন্ত কোনও ফরম্যাট ছেড়ে দেওয়ার কথা ভাবিনি। আমাকে এই বছরটি পার করতে দিন এবং তারপরে আমার শরীরের অবস্থা কেমন থাকে দেখতে দিন। কিন্তু আমি তিনটির কোনোটিই ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছি না। আমাকে অন্তত এক বছরের জন্য আমার কাজের চাপ সামলাতে হতে পারে, এবং তাতে আমার একেবারেই অসুবিধা নেই। আমি তিনটি ফরম্যাটে যতদিন সম্ভব নিজের সবটুকু দিয়ে খেলার চেষ্টা করব।”

“এতদূর পর্যন্ত যেভাবে সবকিছু হয়েছে তাতে আমি সত্যিই খুশি” – জোফরা আর্চার

জোফরা আর্চার বলেছেন যে এতদূর পর্যন্ত যেভাবে সবকিছু হয়েছে তাতে তিনি সত্যিই খুশি। এছাড়াও ফিরে এসে নিজের প্রত্যাশা অনুযায়ী সবকিছু করা কঠিন বলে জানিয়েছেন তিনি।

জোফরা আর্চার বলেন, “এতদূর পর্যন্ত যেভাবে সবকিছু হয়েছে তাতে আমি সত্যিই খুশি। ফিরে এসে নিজের প্রত্যাশা অনুযায়ী সবকিছু করা সত্যিই খুব কঠিন। কিন্তু এখনও অবধি আমার অভিজ্ঞতা খুব ভালো।”