শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় মাথায় বলের অভিঘাতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি ওয়েস্ট ইন্ডিজের জেরেমি সোলোজানো

হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর স্ক্যান করা হয়েছে

Jeremy Solozano
Jeremy Solozano. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

ক্রিকেট মাঠে আরও একবার বড় দুর্ঘটনার ছায়া। ২২ গজে ফিরে আসছিল ফিল হিউজের সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি। অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। ম্যাচটি হচ্ছিল গলে। ফিল্ডিংয়ের সময়ে বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের জেরেমি সোলোজানো। তবে মৃত্যুর মতো কোনও দুর্ভাগ্যজনক ঘটনার হাত থেকে এ যাত্রায় রেহাই পেলেও তিনি এখনও বিপন্মুক্ত নন।

হেলমেট পরে থাকা সত্ত্বেও শটের অভিঘাতে মাটিতে লুটিয়ে পড়েন জেরেমি সোলোজানো

আজকের ম্যাচে অভিষেক হওয়া জেরেমি সোলোজানো ফিল্ডিং করছিলেন শর্ট লেগে। বলের আঘাত লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসতে হয়। অবস্থা বেগতিক থাকায় তাঁকে তৎক্ষণাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করতে নামে। তাদের প্রথম ইনিংসের .২৪তম ওভার চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। রস্টন চেজের একটি শর্ট ডেলিভারিতে, ব্যাকফুটে গিয়ে বলটি সজোরে মারতে চেয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। তখন শর্ট লেগে দাঁড়ানো সোলোজানোর মাথায় করুণারত্নের সেই জোরালো পুল শটটি সরাসরি এসে লাগে। হেলমেট পরে থাকা সত্ত্বেও মাথায় এতটাই জোরে আঘাত লাগে যে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন জেরেমি সোলোজানো।

দলের ফিজিও এসে তখনই প্রাথমিক চিকিৎসা করেন তাঁর। তবে চোট খুবই গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সোলোজানোকে। এর পর এক মুহূর্ত দেরী না করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে মাথার স্ক্যান করা হয়েছে এবং সোলোজানোর জ্ঞান রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গতকাল বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও এক ব্যাটার আঘাতের শিকার হন। সেই ম্যাচে বাংলাদেশের আফিফ হোসেন পাকিস্তানের শাহীন আফ্রিদির বল ডিফেন্স করে খেলাত পর বলটি শাহীনের কাছে যেতেই তিনি বলটি আফিফের দিকে ছূঁড়ে মারেন। সেই বল তাঁর পায়ে লাগার পর ক্রিজেই বেশ কিছুক্ষণ শুয়ে কাতরাতে দেখা গিয়েছিল আফিফকে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শাহিন আফ্রিদিকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। ম্যাচ শেষে যদিও শাহীন ও আফিফকে একসাথে কথা বলতে দেখা গিয়েছিল।

এ বার শ্রীলঙ্কা অধিনায়কের ঘটনাটি যদিও ইচ্ছাকৃত নয়। তবু এই ঘটনায় মাঠের ক্রিকেটাররা সকলেই খুব ভয় পেয়ে গিয়েছিলেন। এখন সকলেই কামনা করছেন, ২৬ বছরের ক্যারিবিয়ান তরুণ যেন একেবারে সুস্থ থাকেন। এই চোটের ফলে তাঁর যেন কোনও ক্ষতি না হয়।