“আমি চাপের মধ্যে ছিলাম না বলাটা মিথ্যা হবে” – বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের জয়ের পর মুখ খুললেন জেমিমাহ রড্রিগেস

Jemimah Rodriguez
Jemimah Rodriguez. ( Image Source: BCCI )

প্ৰথম একদিনের ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে অসাধারণভাবে কামব্যাক করেছে ভারত। জেমিমাহ রড্রিগেসের দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে ১০৮ রানে জয় পেয়েছে হারমানপ্রিত কউরের নেতৃত্বাধীন দল।

জেমিমাহ রড্রিগেস ব্যাট হাতে ৭৮ বলে ৮৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং বল হাতে ৩.১ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৪ উইকেট নেন। বাংলাদেশের বিরুদ্ধে এই দুর্দান্ত জয়ের পর নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।

ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় জেমিমাহ রড্রিগেস বলেন, “আমি চাপের মধ্যে ছিলাম না বলাটা মিথ্যা হবে, আমরা দেখেছি প্রথম ম্যাচে বাংলাদেশ কতটা ভালো খেলেছিল। কিন্তু একটি দল হিসেবে আমরা হারের পর কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারি তা নিয়ে কথা বলেছিলাম। হারমান এবং আমি সত্যিই খুব ভালোভাবে এগোচ্ছিলাম, তারপর হারলিন এসে আমাদের আরও কিছুটা এগিয়ে দিয়েছিল।”

তিনি আরও বলেন, “আমি অতিরিক্ত কিছু করার চেষ্টা করিনি, শুধু সঠিক জায়গায় এটিকে পিচ করার চেষ্টা করেছিলাম এবং পিচকে বাকিটা করার অনুমতি দিয়েছিলাম। আমার বোলিংয়ের উপর ম্যানেজমেন্টের বিশ্বাস ছিল। আমাকে তাদের কৃতিত্ব দিতেই হবে।”

এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান জেমিমাহ রড্রিগেস

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচটিতে ভারতের হয়ে শুধুমাত্র অধিনায়ক হারমানপ্রিত কউর এবং জেমিমাহ রড্রিগেস অর্ধশতরান করতে পেরেছিলেন। হারমানপ্রিত ৮৮ বলে ৫২ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। তার ইনিংসে ছিল ৩টি চার। স্মৃতি মান্ধানা শুরুটা ভালো করেছিলেন কিন্তু সেটিকে বড় ইনিংসে রূপান্তর করতে পারেননি। তিনি ৪টি চার সহ ৫৮ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। হারলিন দেওল ৩৬ বলে ২৫ রান করেছিলেন। এই ম্যাচে ভারতের আর কোনও ব্যাটার ২০ রানের গন্ডি পার করতে পারেননি। শেষমেশ ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান করেছিল ভারত।

সুলতানা খাতুন এবং নাহিদা আখতার যথাক্রমে ১০ ওভারে ৪১ রান এবং ১০ ওভারে ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেছিলেন। মারুফা আখতার এবং রাবেয়া খান ১টি করে উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশের ইনিংস ৩৫.১ ওভারে মাত্র ১২০ রানে শেষ হয়ে গিয়েছিল। তাদের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ফারগানা হক। তিনি ৮১ বলে ৪৭ রান করে আউট হয়ে গিয়েছিলেন। জেমিমাহ রড্রিগেসের পাশাপাশি দেবিকা বৈদ্যও ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি ৮ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন। মেঘনা সিং, দীপ্তি শর্মা এবং স্নেহ রানা প্রত্যেকেই ১টি করে উইকেট শিকার করেছিলেন।