১ নম্বর র‍্যাঙ্কে পৌঁছনোর এক সপ্তাহর মধ্যেই শীর্ষস্থান থেকে পতন বুমরাহর

ব্যাটারদের র‍্যাঙ্কে এক ধাপ করে পিছোলেন কোহলি ও রোহিত

Jasprit-Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter)

বিশ্বের এক নম্বর ওডিআই বোলার হওয়ার মাত্র এক সপ্তাহ পরেই জসপ্রিত বুমরাহ্‌ নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের কাছে শীর্ষস্থান হারিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে আট উইকেট নিয়েছিলেন বুমরাহ্‌  কিন্তু তৃতীয় ওডিআই চোটের কারণে খেলেননি। আইসিসি ২০শে জুলাই, বুধবার, সাম্প্রতিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।

ওয়ানডে ক্রিকেটে জাসপ্রিত বুমরাহর এখন ৭০৩ রেটিং পয়েন্ট। ডানহাতি ফাস্ট বোলার লিডারবোর্ডে বোল্টের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। শাহীন আফ্রিদি, জশ হ্যাজেলউড এবং মুজিব উর রহমান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে তাঁদের জায়গা ধরে রেখেছেন। ক্রিস ওকস ভারতের বিরুদ্ধে তিনটি ওডিআই সিরিজে ছিলেন না এবং নবম স্থানে নেমে গেছেন। এর সুফল পেয়েছেন অষ্টম স্থানে উঠে আসা মহম্মদ নবি। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এক ধাপ উঠে সপ্তম স্থানে রয়েছেন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কে অষ্টম স্থানে হার্দিক পান্ডিয়া

অলরাউন্ডারদের জন্য আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়েও ওকসের অবনতি হয়েছে এবং এক ধাপ নেমেছেন। ইংল্যান্ডের এই তারকা ৬ নম্বরে নেমেছেন এবং তাঁর জায়গায় নিউজিল্যান্ডের কলিন ডি গ্রন্ডহোম শীর্ষ পাঁচে এসেছেন। ভারতের হার্দিক পান্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পরে অলরাউন্ডারদের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন। অলরাউন্ডারদের প্রথম তিন স্থানে অনড় আছেন শাকিব আল হাসান, মহম্মদ নবি ও রশিদ খান। 

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পর বিরাট কোহলি এবং রোহিত শর্মা আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে পিছলে গেছেন। উইলো হাতে কোহলির হতাশাজনক পারফর্ম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধেও অব্যাহত ছিল এবং তিনি যে দুটি ওয়ানডে খেলেছিলেন তাতে মোট ৩৩ রান করেছিলেন।

এদিকে, ডারহামের রিভারসাইড গ্রাউন্ডে ১৯শে জুলাই, মঙ্গলবার, ইংল্যান্ডের বিপক্ষে রাসি ফান ডার ডাসেন একটি ম্যাচ-জয়ী সেঞ্চুরি করেছেন। সেই সেঞ্চুরির সৌজন্যে তিনি ব্যাটারদের জন্য আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ের তালিকায় কোহলিকে ছাড়িয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকান তৃতীয় স্থানে রয়েছে, এবং বিরাট ও রোহিত শর্মা তাঁর পিছনে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন।

ব্যাটারদের তালিকায় প্রথম দুটি স্থান বাবর আজম ও ইমাম-উল-হক ধরে রেখেছেন। তবে জনি বেয়ারস্টো ইংল্যান্ডকে একটি ম্যাচেও ঝোড়ো শুরু দিতে না পারায় এক ধাপ নেমে নবম স্থানে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রস টেলরও তালিকাতে আছেন। সপ্তম স্থানে থাকা টেলর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের ঠিক এক ধাপ উপরে আছেন।