‘শাহীনের ধারেকাছেও আসবে না বুমরাহ্‌’ – দুই পেসারের তুলনায় রাজ্জাকের মতপ্রকাশ

বর্তমানে দুই পেসারই চোটের কারণে জাতীয় দলের বাইরে

Abdul Razzaq (Photoby LAKRUWAN WANNIARACHCHI/AFP/GettyImages)

জাসপ্রিত বুমরাহ্‌ ও শাহীন শাহ আফ্রিদি দুজনেই বর্তমানে বিশ্ব ক্রিকেটের অত্যন্ত বিপজ্জনক বোলার হিসেবে স্বীকৃত হন। যদিও বর্তমানে দুই পেসারই চোটে ভুগছেন, তবে অতীতে উভয়েই তাঁদের উচ্চমানের বোলিং দিয়ে মুগ্ধ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহ্‌ যতদিন ধরে শীর্ষমানের পারফর্ম্যান্স দেখিয়ে আসছেন, শাহীনের উপস্থিতি ততদিনের না হলেও, তিনি পাকিস্তানের প্রধান পেসার হয়ে উঠেছেন।

Advertisement
Advertisement

তাঁদের গুণমান এবং ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে উভয়ের মধ্যে তুলনা হতে বাধ্য এবং পাকিস্তানের প্রাক্তন আন্তর্জাতিক আব্দুল রাজ্জাক ইতিমধ্যেই তাঁর পছন্দের নাম প্রকাশ করেছেন। ৪৩ বছর বয়সী জানিয়েছেন যে বুমরাহ্‌ ভালো, তবে শাহীন আফ্রিদির স্তরের কাছাকাছি নন ভারতীয় পেসার।

“শাহীন অত্যন্ত ভালো। শাহীনের ধারেকাছেও আসবে না বুমরাহ্‌,” আবদুল রাজ্জাক সম্প্রতি পাকটিভি-তে বলেছেন। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল নাসিম শাহ, হারিস রউফ ও শাহীনের মধ্যে কে ভালো, তখন রাজ্জাক বলেছেন, “তিনজনই ভালো।”

বুমরাহ্‌ সম্পর্কে আমি এই মুহূর্তে খুব বেশি নিশ্চিত নই: রোহিত শর্মা

পিঠের চোটের কারণে জসপ্রিত বুমরাহ্‌ এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ খেলতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি ফিরে আসবেন বলে আশা করা হয়েছিল কিন্তু সময়মতো সেরে উঠতে ব্যর্থ হওয়ায় সেটিও ঘটেনি।

২৯ বছর বয়সী পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম দুটি টেস্টেও খেলতে পারবেন না তবে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুটি ম্যাচে তিনি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে দল তারকা পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, কারণ এই বছরে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে টিম ম্যানেজমেন্ট এনসিএ-তে ফিজিও এবং চিকিৎসকদের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগে রেখেছে এবং তারা ক্রমাগত বুমরাহের অগ্রগতি পর্যবেক্ষণ করছে।

“বুমরাহ্‌ সম্পর্কে আমি এই মুহূর্তে খুব বেশি নিশ্চিত নই। প্রথম দুটি টেস্ট ম্যাচ অবশ্যই তাকে পাওয়া যাবে না। আমি প্রত্যাশা করি… না প্রত্যাশা নয়, আমি আশা করছি যে সে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) পরের (শেষ) দুটি টেস্ট ম্যাচে খেলবে। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না কারণ পিঠের চোট সবসময়ই জটিল। এর পরেও আমাদের অনেক ক্রিকেট রয়েছে,” জানিয়েছিলেন রোহিত।