প্রাক্তন ক্রিকেটার জেসন গিলেসপি ইতিমধ্যেই প্যাট কামিন্সের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন

Pat Cummins
Pat Cummins. (Photo Source: Matthew Lewis-ICC/ICC via Getty Images)

মঙ্গলবার ইতিমধ্যেই আইপিএলের প্রথম পর্বের নিলাম সম্পন্ন হয়েছে দুবাইয়ে। এই নিলামে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে ঘরে তুলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু অনেকেই মনে করছেন কামিন্স নাকি অত টাকা পাওয়ার যোগ্যই নয়। তাদের দেশের প্রাক্তন ক্রিকেটার জেসন গিলেসপি ইতিমধ্যেই প্যাট কামিন্সের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। নিরামের পরে পরেই তিনি একটি সাক্ষাৎকারে কামিন্সকে নিয়ে মুখ খোলেন। বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ান অধিনায়ক গিলেসপি সরাসরি প্রশ্ন তুলে দিয়ে বলেন, ‘কামিন্স খুব ভালো বোলার। ও প্রসঙ্গত খুব ভালো অধিনায়কও। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তাঁর দক্ষতা কোনভাবেই টি-টোয়েন্টিতে কার্যকরী নয়।” তিনি এও যোগ করেন, ” আমার মতে কামিংস টেস্টের জন্য যথেষ্ট ভালো বোলার। লাল বলে ওর পারফরমেন্সও খুব ভালো। কিন্তু ও কখনোই টি-টোয়েন্টির জন্য উপযোগী নয়। “

 এর আগে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছিলেন কামিন্স। সেইবার নিলামে প্রায় ১৬ কোটি টাকা দিয়ে তাকে ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বল হাতে খুব বেশি কিছু করতে পারেননি দলের জন্য। বিগত আইপিএলে তিনি খেলেননি। নিজেই নাম তুলে নিয়েছিলেন। তবে এ বছর খেলবেন। এই বছর তার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলসও পার্স নিয়ে নিলামে যুক্ত হয়। কিন্তু খুব স্বাভাবিকভাবেই সানরাইজার্স হায়দ্রাবাদের প্রদেয় অর্থমূল্য অন্যান্য দলকে অনেকটা পিছনে ফেলে দেয়।

কামিন্স অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের নেতৃত্ব দিয়ে গত মাসে ভারতের মাটিতে তাঁদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে।

টসে জিতে ফিল্ডিং নেওয়ায় অনেকে অবাক হয়েছিল কামিন্সের সিদ্ধান্তে। কিন্তু পরবর্তীতে সবাইকে ভুল প্রমাণিত করে অপ্রতিরোধ্য ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেও নজির গড়েছেন এই অস্ট্রেলিয় ক্যাপ্টেন।

যদিও পাশাপাশি গিলেসপি মিচেল স্টার্কের মূল্যের বিশেষ কোনো সমালোচনা করেননি। বরং তিনি প্রশংসা করে বলেন মিচেল স্টার্ককে নিলামে কলকাতা নাইট রাইডার্স কর্তৃক প্রদেয় ২৪.৭৫ কোটি অর্থ যথেষ্টই প্রাসঙ্গিক। স্টার্ক শেষবার আইপিএল খেলেছিলেন ২০১৫ সালে অর্থাৎ আট মরসুম আগে। টার্ক মূলত ভারতে ফ্রাঞ্চাইজি লীগ খেলার তুলনায় জাতীয় দলের হয়ে খেলতেই বেশি পছন্দ করেন। তিনি স্বল্প সময়ের ব্যবধানে ২৭টি ম্যাচে ৩৪ টি উইকেট লাভ করেছেন। গিলেসপির মতে কলকাতা নাইট রাইডার্স দল হিসাবে একটি ভালো চুক্তি পেয়েছে।