রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পরেও কীভাবে এমন শান্ত অভিব্যক্তি, ব্যাখ্যা দিলেন খোদ জেমস নিশ্যাম

নিশ্যামের ১১ বলে ২৭ ম্যাচের রঙ পাল্টে দেয়

James Neesham. (Photo Source: Twitter)

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিউইরা এক ওভার বাকি থেকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতেছে। ম্যাচের পাল্লা কখনো ভারী হয়েছে ইংল্যান্ডের দিকে তো কখনো নিউজিল্যান্ডের দিকে। ৪ ওভারে যখন নিউজিল্যান্ডকে ৫৭ করতে হতো, তখন মনে হচ্ছিল ম্যাচ হয়তো তাদের হাত থেকে বেরিয়ে গেছে। কিন্তু জেমস নিশ্যাম ও ড্যারিল মিচেলের অকল্পনীয় পাওয়ার হিটিংয়ের জোরে ব্ল্যাকক্যাপরা ইংল্যান্ডের মুঠি থেকে ম্যাচ ছিনিয়ে আনে। 

Advertisement
Advertisement

অষ্টাদশ ওভারের শেষ বলে মূল্যবান ২৭ (১১) করে নিশ্যাম আউট হন এবং ডাগ আউটে এসে বসেন। সেখান থেকে মিচেল হাল ধরে ম্যাচ জেতানোর পর যখন গোটা কিউয়ি ডাগ আউট জয় উদযাপন করতে তাদের আসন থেকে লাফিয়ে উঠেছে তখন তারকা অলরাউন্ডার নিশ্যামকে দেখা গেল উদাসীনভাবে তাঁর আসনে বসে আছেন। তাঁকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই ঘটেনি।   

সেমিফাইনাল জয়ের পর যখন সমস্ত কিউই খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ একে অপরকে আবেগের সাথে আলিঙ্গন করছিলেন এবং উল্লাসিত বহিঃপ্রকাশ করছিলেন তখন জেমস নিশ্যাম ও তাঁর নিষ্প্রভ অভিব্যক্তি দেখে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে যায় এবং মুহূর্তেই তাঁর ছবি ভাইরাল হয়ে যায়। এমনকি অধিনায়ক কেন উইলিয়ামসনকেও বিশেষ উচ্ছ্বসিত হতে দেখা যায়নি। তবে তাঁকে অন্তত হাসতে দেখা গিয়েছিল। কিন্তু নিশ্যামের শীতল অভিব্যক্তি ভক্তদের অবাক করেছে।

নিশ্যামের অনুত্তেজিত বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়ায় মতামতের বন্যা বইয়ে দেয়। অনেকে এও বলেন যে নিশ্যাম হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ বিশ্বকাপ ফাইনালের সেই দুর্ভাগ্যজনক দিনটিকে এখনো ভুলতে পারেননি। 

বেশ কয়েকজন ভক্ত মন্তব্য করেছেন যে নিশ্যাম সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি কাটিয়ে উঠতে পারেননি এবং ওই স্মৃতিই তাঁকে উল্লসিত হওয়া থেকে আটকেছে। পরে যদিও নিশ্যাম টুইট করে জানিয়েছেন যে তিনি মনে করেন না কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।

জেমস নিশ্যামের টুইট

“বেশিরভাগ খেলোয়াড় বিভিন্ন টুর্নামেন্টে একসঙ্গে খেলেছে। জানতাম এটা একটা দারুণ ম্যাচ হতে চলেছে। তারা একটি প্রতিযোগিতামূলক লক্ষ্য খাড়া করেছিল। আমাদের ক্রিজে টিকে থাকতে হত, পার্টনারশিপ গড়ে তুলতে হত, এবং কিছু মোক্ষম মুহূর্তকে কাজে লাগাতে হত। স্পষ্টতই মিচেল ভালো খেলেছে। চাপের পরিস্থিতিতেও সুন্দর ব্যাটিং করেছে। টি-টোয়েন্টি ক্রিকেট সংকীর্ণ ব্যবধানের খেলা,” ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতার পরে কেন উইলিয়ামসন তাঁর বক্তব্য পেশ করেছেন।