জস বাটলারকেই এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হিসাবে দেখছেন জ্যাক কালিস

Jos Buttler
Jos Buttler. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। আগামী  ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ইংল্যান্ড। গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা যে এবারও বিশ্বকাপের জয়ের লক্ষ্যে ফেভারিট তা বলার অপেক্ষা রাখে না। সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। সেখানেই জস বাটলারকে নিয়ে এবার বিরাট মন্তব্য প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার জ্যাক কালিসের। তাঁর মতে আসন্ন বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হতে চলেছেন জস বাটলার।

গতবারের বিশ্বকাপে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম কারিগড ছিলেন জস বাটলার। এবার ভারতের মাটিতে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে ব্রিটিশ বাহিনী। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। কিন্তু এবারের বিশ্বকাপে জস বাটলারকে নিয়ে অত্যন্ত আশাবাদী প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার জ্যাক কালিস। আর তাতেই আপ্লুত সকলে। বিশেষ করে সম্প্রতি যে ফর্মের মধ্যে দিয়ে জস বাটলার যাচ্ছেন, তাতে তাঁকেই এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক হিসাবে দেখছেন জ্যাক কালিস।

গতবারের বিশ্বকাপে ৩১২ রান করেছিলেন জস বাটলার

কয়েক মাস আঈগেই সেষহয়েছে এবারের আইপিএল। সেখানে রাজস্থান রয়্যালস শিবিরে ছিলেন এই তা্রকা ক্রিকেটার।  গতবারের পর এবারো আইপিএলের মঞ্চে জস বাটলারের ব্যাটে ছিল রানের ঝলক। ভারতের পরিবেশ এবং পিচের প্রকৃতি সম্বন্ধেও বেশ ওয়াকিবহাল রয়েছেন তিনি।  এবারের বিশ্বকাপের মঞ্চে তিনি যে সেটাই কাজে লাগাবেন তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন এই প্রোটিয়া তারকা ক্রিকেটারের। শেষপর্যন্ত জস বাটলার সেই কাজ করতে পারেন কিনা তা তো সময়ই বলবে।

আইসিসির ওয়েব সাইটে জ্যাক কালিস জানিয়েছেন, “আমার মনে হয়  এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হতে চলেছেন জস বাটলার। এটা হয়ত বাইরে থেকে বলা হচ্ছে। কিন্তু সেই পরিস্থিতিতে তাঁকে নিয়ে আমি এমনটা ভাবতেই পারি। এবারের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ভাল পারফরম্যান্স করার পাশাপাশি তাঁর ভাল পারফরম্যান্স করা নিয়ে আমি বেশ আশাবাদী”।

গতবারের বিশ্বকাপে নিউ জিল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেখানে জস বাটলারের অবদান খুব একটা ভাল ছিল না। সেখানেই গতবার ১১টি ম্যাচ খেলে ৩১২ রান করেছিলেন জস বাটলার। সেইসঙ্গে সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে ভাল ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছেন জস বাটলার। এই মহূর্তে ওডিআই ফর্ম্যাটে ইংল্যান্ডের জার্সিতে ৪৬৪৭ রান রয়েছে জস বাটলারের। এবারের বিশ্বকাপের মঞ্চে জস বাটলারের ব্যাট থেকে বড় রান দেখার লক্ষ্যেই রয়েছেন জ্যাক কালিস।