“শুধু তিনি নন, অনেকেই রান করেননি” – ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে চেতেশ্বর পূজারার বাদ যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন মহম্মদ কাইফ
আপডেট করা - Jul 8, 2023 5:45 pm
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। তিনি ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ২৫ বলে ১৪ রান এবং ৪৭ বলে ২৭ রান করেছিলেন। তবে শুধু তিনি একা নন, অজিঙ্কা রাহানে বাদে দুটি ইনিংস মিলিয়ে ভারতের আর কোনও ব্যাটার খুব বেশি রান করতে পারেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করার পর ডব্লুটিসির ফাইনালে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিলেন শুভমন গিল। দ্বিতীয় ইনিংসে ৪০-এর উপরে রান করলেও প্ৰথম ইনিংসে ২০ রানের গন্ডিও পার করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সেই ম্যাচটিতে ২০৯ রানে জিতেছিল।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে এরা সবাই রয়েছেন। কিন্তু চেতেশ্বর পূজারা দলে জায়গা পাননি। নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।
ডিডি ইন্ডিয়াতে একটি ভার্চুয়াল ইন্টারঅ্যাকশনের সময় মহম্মদ কাইফ বলেন, “শুধু পূজারা নন; অনেক খেলোয়াড়ই রান করেননি। পূজারাকে সবসময়ই বাদ দেওয়া হয়েছে বলে মনে হয়। কেন তাকে বাদ দেওয়া হয়েছে তা বোঝা কঠিন।”
তিনি আরও বলেন, “যদি পূজারার মতো কেউ আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় না থাকেন তবে আপনাকে সেই ব্যাপারে জানাতে হবে। রাহানের ক্ষেত্রেও তাই। আপনার যখন নতুন খেলোয়াড় পেয়ে যাবেন তখন রাহানে এবং পূজারাকে বাদ দিয়ে দেবেন। তাদের ফর্ম ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করবেন না এবং তারপরে তাদের ফিরিয়ে আনবেন না।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজটি দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে যাত্রা শুরু করবে ভারত। এই চক্রে ওয়েস্ট ইন্ডিজেরও এটি প্ৰথম সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ প্ৰথম টেস্ট ম্যাচের জন্য ইতিমধ্যেই ১৩ জনের দল ঘোষণা করে দিয়েছে। এছাড়াও দুইজন রিজার্ভ খেলোয়াড়ের নামও জানিয়েছে তারা।
প্ৰথম টেস্ট ম্যাচটিতে প্রতিভাবান বাঁ-হাতি ব্যাটার যশস্বী জয়সওয়াল অভিষেক করতে পারেন। তিনি আইপিএল ২০২৩-এ রাজস্থান রয়্যালসের (আরআর) হয়ে খুব ভালো ব্যাটিং করেছিলেন। তিনি ১৪টি ম্যাচ খেলে ৪৮.০৮ গড় এবং ১৬৩.৬১ স্ট্রাইক রেটের সাথে ৬২৫ রান করেছিলেন। চেতেশ্বর পূজারার জায়গায় যশস্বীকেই খেলানোর কথা ভাবছে ভারত।