প্ৰথম টেস্ট অর্ধশতরানের পর ঋষভ পন্থকে ধন্যবাদ জানালেন ইশান কিষান
আপডেট করা - Jul 24, 2023 4:14 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে এই মুহূর্তে চালকের আসনে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। প্রথম ইনিংসে ভারতের কাছে ১৮৩ রানের লিড ছিল। দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ২ উইকেটে ১৮১ রান করে ইনিংস ডিক্লেয়ার দেয় ভারত। ইশান কিষান ৩৪ বলে ৫২ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ২টি ছয় মারেন।
এই অসাধারণ ইনিংসটি খেলার পর ঋষভ পন্থকে ধন্যবাদ জানিয়েছেন ইশান কিষান। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পন্থের সাথে সময় কাটিয়েছিলেন ইশান। এই বাঁ-হাতি উইকেটরক্ষক-ব্যাটার জানিয়েছেন যে তিনি সেখানে পন্থের কাছ থেকে নিজের ব্যাটিংয়ের ব্যাপারে সাহায্য পেয়েছিলেন।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে ইশান কিষান বলেন, “আমি এখানে আসার আগে এনসিএ-তে ছিলাম। আমি সেখানে অনুশীলন করছিলাম এবং ঋষভও তার রিহ্যাবিলিটেশনের জন্য সেখানে ছিলেন। তিনি আমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলেন। তিনি আমার কাছে ব্যাট পজিশন এবং আরও কিছু জিনিস সম্পর্কে জানতে চেয়েছিলেন কারণ তিনি আমাকে তার সাথে খেলতে দেখেছিলেন। আমরা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। আমরা অনূর্ধ্ব-১৯ সাল থেকে একসাথে আছি। তাই তিনি জানেন আমি কিভাবে খেলি, আমার মানসিকতা কি। তাই আমি তাকে বলেছিলাম যে তুমি আমার ব্যাট পজিশন এবং আরও কিছু জিনিসের ব্যাপারে আমাকে একটু সাহায্য করো, সত্যি বলতে, আমি মনে করি আমিও চেয়েছিলাম যে কেউ আমাকে আমার ব্যাটিং সম্পর্কে কিছু কথা বলুক এবং তিনি আমার কাছে এসেছিলেন এবং আমার সাথে কথা বলেছিলেন, আমরা একসাথে দুর্দান্ত সময় কাটিয়েছিলাম এবং এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”
জয়ের জন্য শেষ দিন ২৮৯ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে
চতুর্থ দিন ভারত ইনিংস ডিক্লেয়ার দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩২ ওভারে ২ উইকেটে ৭৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপল মিলে প্ৰথম উইকেটে ৩৮ রানের পার্টনারশিপ করেন। ব্রেথওয়েট ৫টি চার সহ ৫২ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
এরপর ক্রিজে আসেন কির্ক ম্যাকেঞ্জি। তিনি এই ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। চন্দ্রপল ৯৮ বলে ২৪ রান এবং জারমেইন ব্ল্যাকউড ৩৯ বলে ২০ রান করে অপরাজিত রয়েছেন। এই ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।