ঈশান কিষাণের এইঅ পারফরম্যান্স নির্বাচকদের চিন্তা বাড়াল, মনে করছেন রবীন উথাপ্পা

Ishan Kishan
Ishan Kishan. (Photo Source: BCCI)

লোকেশ রাহুল চোটের জন্য এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে নেই। সেই জায়গাতেই এবার ভারতীয় দলের প্রথম একাদশেএসেছেন তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ। আরপ্রথম দিনই সকলের নজর কেড়েছেন তিনি। পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেইসঙ্গে তাঁর হাত ধরেই পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। এরপরই তাঁকে নিয়েবিরাট মন্তব্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পার। তাঁর মতে লোকেশ রাহুল  সুস্থ হয়ে ফিরে এলে ভারতীয় দলের প্রথম একাদশ বাছা নিয়ে চিন্তায় পড়বেন নির্বাচকরা।

পাকিস্তানের মতো দলেরকক বিরুদ্ধে যখন ভারতীয় শিবিরের তাবড় তাবড় তারকারা ব্যর্থ হয়েসাজঘরে ফিরেগিয়েছিলেন, সেখানেই টিম ইন্ডিয়াকে স্বস্তি জুগিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার ইশান কিষাণ। প্রখমবার ওডিআঈই ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছিল রবীন উথাপ্পা। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের মতে যেভাবে ঈশান কিষাণ তাঁর পারফরম্যান্স প্রদর্শন করেছেন, তাতে আগামী দিনে ভারতীয় দলের প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে নির্বাচকদের চিন্তা খানিকটা হলেও বাড়ল।

পাকিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ

পাকিস্তানের বিরুদ্ধে এদিন পাঁচ নম্বর পজিশনে নেমেছিলেন ঈশান কিষাণ। তিনি যখন ব্যাটিং করতে এসেছিলেন সেই সময় চার উইকেট খুইয়ে ভারতীয় দল রীতিমত চাপে পড়ে গিয়েছিল। সেই পরিস্থিতিথেকেই হার্দিক পান্ডিয়ার সহ্গে জুটিবাঁধা সুরু করেছিলেন তিনি এবং তাদের হাত ধরেই ভারতীয়দল পাকিস্তানের বিরুদ্ধে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৮২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ। আর সেই থেকেই তাঁর প্রশংসায় প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা।

রবীন উথাপ্পা জানিয়েছেন, “তিনি মাঠে গিয়েছিলেন এবং ভাল শট খেলার চেষ্টা শুরু করেছিলেন। ধীরে ধীরে যখন সময় এগিয়ে চলেছে সেই সঙ্গেই একের পর এক বড শটও খেলা শুরু করেছিলেন এদিন তিনি। তিনি সবসময়ই স্পিনারদের বিরুদ্ধে খেলতে ভালবাসেন। এদজিনও পাকিস্তানের বিরুদ্ধে সেটাই করেছিলেন ঈশান কিষাণ। তিনি যদি এমনই ধারাবাহিকভাবে খেলে চলেন, তবে লোকেশ রাহুল চোট সারিয়ে ফেরার পর ভারতীয় দলের নির্বাচকরা চিন্তায় পড়তেই পারেন”।

এদিন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া মিলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে রেকর্ডও গড়েছিলেন। পঞ্চম উইকেটে ভারতীয় জুটি হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছিলেন তারা।পরের ম্যাচে নেপালের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেখানেও যে ঈশান কিষাণ তাঁর এই পারফরম্যান্স বজায় রাখবেন তা নিয়েই আশাবাদী সকলে।